নিউইয়র্ক ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আমেরিকার মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা জানালেন এরদোয়ান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৭ বার পঠিত

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে ইউএসসিএমওর প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশনসের (ইউএসসিএমও) প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৬ সেপ্টেম্বর) আঙ্কারার প্রেসিডেনশিয়াল কমপ্লেক্সে তা অনুষ্ঠিত হয়। এ সময় তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মার্কিন মুসলিম কমিউনিটির এক শ মিলিয়ন ডলার অনুদানের জন্য কৃতজ্ঞতা জানান এরদোয়ান। তা ছাড়া কোরআন অবমাননার নিন্দা জানিয়ে তিনি মুসলিম প্রতিনিধিদলকে মার্কিন কংগ্রেস ও অন্য রাজনীতিবিদদের কাছে ইসলামোফোবিয়ার ভয়াবহতা তুলে ধরার আহ্বান জানান।

এরদোয়ান বলেন, ‘এই প্রতিনিধিদলের অনেকে আমেরিকায় রাজনৈতিক অঙ্গনে কাজ করছেন। আপনারা সামাজিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে আপনাদের প্রতিনিধিরা কাজ করছে। এসব প্রভাবের মাধ্যমে আপনারা আমেরিকার রাজনৈতিক মহল বিশেষত কংগ্রেসকে ধর্মীয় গ্রন্থের সুরক্ষা বিষয় তুলে ধরতে পারেন।

তাঁদের কাছে এ বার্তা পৌঁছাতে হবে যে মতপ্রকাশের স্বাধীনতার নাম দিয়ে কোরআনের ওপর আঘাত মেনে নেওয়া যায় না। এরদোয়ান বলেছেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার অজুহাতে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের ওপর আঘাত করা যায় না। এ ধরনের কর্মকাণ্ড সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করে। তা খুবই ঘৃণ্য অপরাধ ও বর্বরতা।

সব ধরনের ইসলামোফোবিয়া, অসহিষ্ণুতা ও বৈষম্যের বিরুদ্ধে মুসলিম উম্মাহর অবস্থান। এই হুমকি প্রতিরোধে আমাদের সবার ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহনশীলতা ও ভ্রাতৃত্বের ওপর ভিত্তি করে ইসলামের প্রকৃত আসল চিত্র তুলে ধরতে হবে। মুসলিম জনগোষ্ঠী হিসেবে আমেরিকায় আপনাদের অবস্থান পুরো মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করে এবং শক্তি ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে।’ এদিকে তুরস্কে উষ্ণ অভ্যর্থনা পেয়ে ইউএসসিএমওর মহাসচিব ওসামা জামাল এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আজ আমরা আপনাকে অভিনন্দন জানাতে এসেছি।

এবারের নির্বাচনে আপনি ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। এটি কেবল আপনার বা তুরস্কের বিজয় নয়; বরং এটি পুরো মুসলিম বিশ্বের বিজয়ের শামিল।’ দি ইউএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশনস (ইউএসসিএমও) যুক্তরাষ্ট্রের মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে। ২০১৪ সালের ১২ মার্চ ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে অন্তত ১০টি মুসলিম সংগঠনের সমন্বয়ে তা প্রতিষ্ঠা লাভ করে। দেশটির বিভিন্ন রাজ্যে মসজিদ পরিচালনা, মুসলিমদের আইনি সহায়তা, সমাজসেবামূলক কর্মকাণ্ডসহ মুসলিমদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি কাজ করছে। সূত্র : আনাদোলু এজেন্সি

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আমেরিকার মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা জানালেন এরদোয়ান

প্রকাশের সময় : ১২:৫৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশনসের (ইউএসসিএমও) প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৬ সেপ্টেম্বর) আঙ্কারার প্রেসিডেনশিয়াল কমপ্লেক্সে তা অনুষ্ঠিত হয়। এ সময় তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মার্কিন মুসলিম কমিউনিটির এক শ মিলিয়ন ডলার অনুদানের জন্য কৃতজ্ঞতা জানান এরদোয়ান। তা ছাড়া কোরআন অবমাননার নিন্দা জানিয়ে তিনি মুসলিম প্রতিনিধিদলকে মার্কিন কংগ্রেস ও অন্য রাজনীতিবিদদের কাছে ইসলামোফোবিয়ার ভয়াবহতা তুলে ধরার আহ্বান জানান।

এরদোয়ান বলেন, ‘এই প্রতিনিধিদলের অনেকে আমেরিকায় রাজনৈতিক অঙ্গনে কাজ করছেন। আপনারা সামাজিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে আপনাদের প্রতিনিধিরা কাজ করছে। এসব প্রভাবের মাধ্যমে আপনারা আমেরিকার রাজনৈতিক মহল বিশেষত কংগ্রেসকে ধর্মীয় গ্রন্থের সুরক্ষা বিষয় তুলে ধরতে পারেন।

তাঁদের কাছে এ বার্তা পৌঁছাতে হবে যে মতপ্রকাশের স্বাধীনতার নাম দিয়ে কোরআনের ওপর আঘাত মেনে নেওয়া যায় না। এরদোয়ান বলেছেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার অজুহাতে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের ওপর আঘাত করা যায় না। এ ধরনের কর্মকাণ্ড সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করে। তা খুবই ঘৃণ্য অপরাধ ও বর্বরতা।

সব ধরনের ইসলামোফোবিয়া, অসহিষ্ণুতা ও বৈষম্যের বিরুদ্ধে মুসলিম উম্মাহর অবস্থান। এই হুমকি প্রতিরোধে আমাদের সবার ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহনশীলতা ও ভ্রাতৃত্বের ওপর ভিত্তি করে ইসলামের প্রকৃত আসল চিত্র তুলে ধরতে হবে। মুসলিম জনগোষ্ঠী হিসেবে আমেরিকায় আপনাদের অবস্থান পুরো মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করে এবং শক্তি ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে।’ এদিকে তুরস্কে উষ্ণ অভ্যর্থনা পেয়ে ইউএসসিএমওর মহাসচিব ওসামা জামাল এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আজ আমরা আপনাকে অভিনন্দন জানাতে এসেছি।

এবারের নির্বাচনে আপনি ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। এটি কেবল আপনার বা তুরস্কের বিজয় নয়; বরং এটি পুরো মুসলিম বিশ্বের বিজয়ের শামিল।’ দি ইউএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশনস (ইউএসসিএমও) যুক্তরাষ্ট্রের মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে। ২০১৪ সালের ১২ মার্চ ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে অন্তত ১০টি মুসলিম সংগঠনের সমন্বয়ে তা প্রতিষ্ঠা লাভ করে। দেশটির বিভিন্ন রাজ্যে মসজিদ পরিচালনা, মুসলিমদের আইনি সহায়তা, সমাজসেবামূলক কর্মকাণ্ডসহ মুসলিমদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি কাজ করছে। সূত্র : আনাদোলু এজেন্সি

বেলী/হককথা