আমি ‘সাইবার-পীড়নের’ শিকার : মনিকা
- প্রকাশের সময় : ০৯:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪
- / ১১২৪ বার পঠিত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে প্রেমের সম্পর্ক ফাঁসের পর অনেকটাই নিজেকে আড়াল করে রেখেছিলেন মনিকা লিউনস্কি। ওই ঘটনার প্রায় ১৩ বছর পেরিয়ে গেলেও তাকে কখনো মিডিয়ার সামনে দেখা যায়নি।
সোমবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে ফোর্বসের ‘আন্ডার ৩০’ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন মনিকা লিউনস্কি। অনুষ্ঠানে জানালেন, একসময় তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন।
তিনি বলেন, “আমি ‘সাইবার-পীড়নের’ শিকার। সেই সময় ফেইসবুক, টুইটার ইত্যাদি না থাকলেও ইন্টারনেটের মাধ্যমে সেসব সংবাদ ও গাল-গপ্প ছড়িয়েছিল, সেগুলোর কারণে এক সময় আত্মহত্যার কথা ভেবেছিলাম।”
তিনি আরো বলেন, “আমি ‘ও ঈশ্বর’ বলে চিৎকার করতে করতে সারাটা দিন পার করতাম, যখন কম্পিউটারের পর্দায় এসব দেখতাম। তখন আমার মাথা ঘুরত এবং মৃত্যু কামনা করতাম।”
বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সঙ্গে প্রেমের সম্পর্কের খবরের শিরোনাম হয়েছিলেন মনিকা লিউনস্কি। তিনি সে সময় হোয়াইট হাউসে ইন্টার্ন হিসেবে কাজ করতেন।
মনিকা জানান, ২০১০ সালে ১৮ বছর বয়সী এক তরুণের গোপন ছবি ইন্টারনেটে প্রকাশ পেলে ওই তরুণ আত্মহত্যা করে। এই ঘটনা তাকে ভীষণভাবে নাড়া দেয়ায় তিনি সাইবার-পীড়নবিরোধী প্রচারে নেমেছেন।
আবেগমাখা কণ্ঠে ১৯৯৮ সালের ওই ঘটনা তার জীবন কীভাবে দুর্বিসহ হয়ে উঠেছিল তা তুলে ধরেন মনিকা। ৪১ বছর বয়সী মনিকা সাইবার পীড়নের সমাপ্তি ঘটাতে প্রচার চালানোর ঘোষণা দেন।