নিউইয়র্ক ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আবার কিয়েভের ওপর জোরালো রুশ হামলা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ৫৩ বার পঠিত

সংগৃহীত ছবি।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া মঙ্গলবারও (৮ মে) ইউক্রেনের রাজধানীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেন সেগুলো ধ্বংস করতে সমর্থ হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি পালটা সামরিক অভিযানের আভাস দিয়েছেন। ইউক্রেনের প্রায় দুই-তৃতীয়াংশের উপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল।

মঙ্গলবার ভোরে শুধু রাজধানী কিয়েভের উপর প্রায় ১৫টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে মস্কো। তবে ইউক্রেনের সূত্র অনুযায়ী, প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে শত্রুর যড়যন্ত্র বিফল হয়েছে বলে শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো টেলিগ্রাম অ্যাপে মন্তব্য করেছেন।তার মতে, যত বেশি সম্ভব নিরীহ মানুষের হত্যাই এই হামলার লক্ষ্য ছিল। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো শহরের দক্ষিণ পশ্চিমে একটি বাড়ির উপর আকাশ থেকে ধ্বংসাবশেষ পড়ার খবর দিয়েছেন। তবে তার মতে, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ক্লিচকো জানান, সোমবারের (৭ মে) হামলায় কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে। শুধু মে মাসেই রাশিয়া এই নিয়ে কিয়েভের উপর পাঁচ দফা বড় আকারের হামলা চালালো।


কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো

এক দিন আগেই রাশিয়া ইউক্রেনের উপর সবচেয়ে বড় ড্রোনের ঝাঁক পাঠিয়েছিল। সোমবার রাশিয়ায় ‘বিজয় দিবস’ উদযাপন করা হয়। ১৯৪৫ সালে নাৎসি জার্মানির পরাজয় উপলক্ষে রাশিয়ায় দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানান, যে পুরানো অশুভ শক্তি আধুনিক রাশিয়াকে আচ্ছন্ন করেছে, নাৎসিবাদের মতোই তা গুঁড়িয়ে দেওয়া হবে। তার মতে, ইউক্রেনের বিজয়ের দিনক্ষণ এখনো জানা না গেলেও সেই ঘটনা গোটা ইউক্রেন, ইউরোপ ও মুক্ত বিশ্বের জন্য উৎসবের কারণ হবে।

আরোও পড়ুন। ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক কোনো শক্তিই ভাঙতে পারবে না’

তাছাড়া রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের সাফল্য অন্য আগ্রাসী শক্তির জন্যও কঠিন বার্তা বহন করবে বলে জেলেনস্কি মন্তব্য করেন। সোমবার তিনি ডিক্রি জারি করে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয় উদযাপনের দিনটি ৯ই মে এর বদলে ৮ই মে পালনের সিদ্ধান্ত নেন। এবার থেকে সে দেশে ৯ই মে ‘ইউরোপ দিবস’ পালিত হবে। জেলেনস্কি তার দৈনিক ভিডিও বার্তায় ইউক্রেনের পালটা সামরিক অভিযানের আভাস দিয়েছেন। তবে গোলাবারুদ সরবরাহের ক্ষেত্রে ‘সুখবর’ উল্লেখ করলেও তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

সোমবার তিনি ডিক্রি জারি করে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয় উদযাপনের দিনটি ৯ই মে এর বদলে ৮ই মে পালনের সিদ্ধান্ত নেন।

রাশিয়ার দখলদারি প্রশাসনের এক কর্মকর্তার মতে, বৃষ্টির কারণে ইউক্রেনের সামরিক অভিযান এখনো শুরু হচ্ছে না। রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিঝা শহরের অংশের প্রশাসনিক প্রধান ইয়েভগেবি বালিৎস্কি জানান, ১০ থেকে ১২ সেন্টিমিটার গভীরে মাটি নরম থাকলে তার উপর সামরিক যান চালানো অসম্ভব। তবে তার মতে ইউক্রেনের পালটা অভিযান যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। এদিকে ব্রিটেনের গোয়েন্দা সংস্থার সূত্র অনুযায়ী, ইউক্রেনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে রাশিয়া যথেষ্ট সেনা জোগাড় করতে পারছে না। ফলে এবার মধ্য এশিয়ার অভিবাসী শ্রমিকদের সেনাবাহিনীতে ভর্তি করানোর উদ্যোগ নিচ্ছে সে দেশ। সূত্র : দৈনিক ইত্তেফাক
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আবার কিয়েভের ওপর জোরালো রুশ হামলা

প্রকাশের সময় : ০৩:০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া মঙ্গলবারও (৮ মে) ইউক্রেনের রাজধানীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেন সেগুলো ধ্বংস করতে সমর্থ হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি পালটা সামরিক অভিযানের আভাস দিয়েছেন। ইউক্রেনের প্রায় দুই-তৃতীয়াংশের উপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল।

মঙ্গলবার ভোরে শুধু রাজধানী কিয়েভের উপর প্রায় ১৫টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে মস্কো। তবে ইউক্রেনের সূত্র অনুযায়ী, প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে শত্রুর যড়যন্ত্র বিফল হয়েছে বলে শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো টেলিগ্রাম অ্যাপে মন্তব্য করেছেন।তার মতে, যত বেশি সম্ভব নিরীহ মানুষের হত্যাই এই হামলার লক্ষ্য ছিল। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো শহরের দক্ষিণ পশ্চিমে একটি বাড়ির উপর আকাশ থেকে ধ্বংসাবশেষ পড়ার খবর দিয়েছেন। তবে তার মতে, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ক্লিচকো জানান, সোমবারের (৭ মে) হামলায় কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে। শুধু মে মাসেই রাশিয়া এই নিয়ে কিয়েভের উপর পাঁচ দফা বড় আকারের হামলা চালালো।


কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো

এক দিন আগেই রাশিয়া ইউক্রেনের উপর সবচেয়ে বড় ড্রোনের ঝাঁক পাঠিয়েছিল। সোমবার রাশিয়ায় ‘বিজয় দিবস’ উদযাপন করা হয়। ১৯৪৫ সালে নাৎসি জার্মানির পরাজয় উপলক্ষে রাশিয়ায় দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানান, যে পুরানো অশুভ শক্তি আধুনিক রাশিয়াকে আচ্ছন্ন করেছে, নাৎসিবাদের মতোই তা গুঁড়িয়ে দেওয়া হবে। তার মতে, ইউক্রেনের বিজয়ের দিনক্ষণ এখনো জানা না গেলেও সেই ঘটনা গোটা ইউক্রেন, ইউরোপ ও মুক্ত বিশ্বের জন্য উৎসবের কারণ হবে।

আরোও পড়ুন। ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক কোনো শক্তিই ভাঙতে পারবে না’

তাছাড়া রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের সাফল্য অন্য আগ্রাসী শক্তির জন্যও কঠিন বার্তা বহন করবে বলে জেলেনস্কি মন্তব্য করেন। সোমবার তিনি ডিক্রি জারি করে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয় উদযাপনের দিনটি ৯ই মে এর বদলে ৮ই মে পালনের সিদ্ধান্ত নেন। এবার থেকে সে দেশে ৯ই মে ‘ইউরোপ দিবস’ পালিত হবে। জেলেনস্কি তার দৈনিক ভিডিও বার্তায় ইউক্রেনের পালটা সামরিক অভিযানের আভাস দিয়েছেন। তবে গোলাবারুদ সরবরাহের ক্ষেত্রে ‘সুখবর’ উল্লেখ করলেও তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

সোমবার তিনি ডিক্রি জারি করে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয় উদযাপনের দিনটি ৯ই মে এর বদলে ৮ই মে পালনের সিদ্ধান্ত নেন।

রাশিয়ার দখলদারি প্রশাসনের এক কর্মকর্তার মতে, বৃষ্টির কারণে ইউক্রেনের সামরিক অভিযান এখনো শুরু হচ্ছে না। রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিঝা শহরের অংশের প্রশাসনিক প্রধান ইয়েভগেবি বালিৎস্কি জানান, ১০ থেকে ১২ সেন্টিমিটার গভীরে মাটি নরম থাকলে তার উপর সামরিক যান চালানো অসম্ভব। তবে তার মতে ইউক্রেনের পালটা অভিযান যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। এদিকে ব্রিটেনের গোয়েন্দা সংস্থার সূত্র অনুযায়ী, ইউক্রেনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে রাশিয়া যথেষ্ট সেনা জোগাড় করতে পারছে না। ফলে এবার মধ্য এশিয়ার অভিবাসী শ্রমিকদের সেনাবাহিনীতে ভর্তি করানোর উদ্যোগ নিচ্ছে সে দেশ। সূত্র : দৈনিক ইত্তেফাক
সুমি/হককথা