নিউইয়র্ক ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আফগানিস্তানে তীব্র শীতে ৭৮ মৃত্যু

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৪৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • / ৭৫ বার পঠিত

গত এক দশকের মধ্যে আফগানিস্তানে এ বছর ভয়াবহ ঠাণ্ডা পড়েছে। অতিরিক্ত ঠাণ্ডা সইতে না পেরে ৭৮ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

কর্মকর্তারা বলছেন, দেশের ৩৪ প্রদেশের ৮টিতেই ঠাণ্ডায় মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ১৫ বছরের মধ্যে আফগানিস্তানে এবারই সবচেয়ে বেশি শীত পড়েছে। তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তানে এই শীত আরও দুর্ভোগ হয়ে এসেছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জরুরি অবস্থাবিষয়ক কেন্দ্রর প্রধান আবদুল্লাহ আহমাদি বলেন, আগামী কয়েক দিনে আবহাওয়া আরও শীতল হবে। ফলে দুর্দশাগ্রস্ত মানুষের জন্য মানবিক সাহায্যের কথা বিবেচনা করা প্রয়োজন।

জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে নারী কর্মীদের ওপর নিষেধাজ্ঞা জারি করায় দেশটির নারীদের সহায়তা করা সম্ভব হচ্ছে না। সংস্থাটি আরও জানায়, এনজিওতে নারীদের কাজ বন্ধ করে দেওয়ায় অনেক নারীর কাছে সহযোগিতা পৌঁছানো সম্ভব হচ্ছে না। গত ৯ দিনে দেশটিতে প্রায় ৭৭ হাজার গবাদিপশু মারা গেছে, যা দেশের খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও গভীরভাবে হুমকির মুখে ফেলেছে। এমন পরিস্থিতিতে দুই কোটি ১২ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দরকার।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আফগানিস্তানে তীব্র শীতে ৭৮ মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৪৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩

গত এক দশকের মধ্যে আফগানিস্তানে এ বছর ভয়াবহ ঠাণ্ডা পড়েছে। অতিরিক্ত ঠাণ্ডা সইতে না পেরে ৭৮ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

কর্মকর্তারা বলছেন, দেশের ৩৪ প্রদেশের ৮টিতেই ঠাণ্ডায় মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ১৫ বছরের মধ্যে আফগানিস্তানে এবারই সবচেয়ে বেশি শীত পড়েছে। তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তানে এই শীত আরও দুর্ভোগ হয়ে এসেছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জরুরি অবস্থাবিষয়ক কেন্দ্রর প্রধান আবদুল্লাহ আহমাদি বলেন, আগামী কয়েক দিনে আবহাওয়া আরও শীতল হবে। ফলে দুর্দশাগ্রস্ত মানুষের জন্য মানবিক সাহায্যের কথা বিবেচনা করা প্রয়োজন।

জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে নারী কর্মীদের ওপর নিষেধাজ্ঞা জারি করায় দেশটির নারীদের সহায়তা করা সম্ভব হচ্ছে না। সংস্থাটি আরও জানায়, এনজিওতে নারীদের কাজ বন্ধ করে দেওয়ায় অনেক নারীর কাছে সহযোগিতা পৌঁছানো সম্ভব হচ্ছে না। গত ৯ দিনে দেশটিতে প্রায় ৭৭ হাজার গবাদিপশু মারা গেছে, যা দেশের খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও গভীরভাবে হুমকির মুখে ফেলেছে। এমন পরিস্থিতিতে দুই কোটি ১২ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দরকার।