নিউইয়র্ক ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আজ শপথ নেবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • / ৫৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : গণবিক্ষোভে টালমাটাল শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিক রনিল বিক্রমাসিংহে।
বৃহস্পতিবার শপথ নেবেন তিনি।
এর আগে তিনি একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগের আগে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে যান।
এদিকে জনসমর্থন ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পরই প্রেসিডেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। প্রেসিডেন্টের পদত্যাগের আগ পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এদিকে রনিল বিক্রমাসিংহে নির্বাচিত হওয়ায় চলমান আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা দ্রুত শেষ হবে বলে আশাবাদী আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
বিপর্যয় ঠেকাতে ট্যাক্স বাড়ানো, রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাঠামো পরিবর্তন ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পরামর্শ দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। দ্বীপরাষ্ট্রটির অর্থনৈতিক সংকট দূর ও রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে ভারত।
গত মার্চ মাস থেকেই অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলংকায় শুরু হয় গণআন্দোলন। একপর্যায়ে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রেসিডেন্টের বাসভবনেও ঢুকে পড়েন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। দেশটির পরিস্থিতি এখনো শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সূত্র: সিএনবিসিটিভি
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আজ শপথ নেবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট

প্রকাশের সময় : ০১:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : গণবিক্ষোভে টালমাটাল শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিক রনিল বিক্রমাসিংহে।
বৃহস্পতিবার শপথ নেবেন তিনি।
এর আগে তিনি একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগের আগে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে যান।
এদিকে জনসমর্থন ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পরই প্রেসিডেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। প্রেসিডেন্টের পদত্যাগের আগ পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এদিকে রনিল বিক্রমাসিংহে নির্বাচিত হওয়ায় চলমান আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা দ্রুত শেষ হবে বলে আশাবাদী আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
বিপর্যয় ঠেকাতে ট্যাক্স বাড়ানো, রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাঠামো পরিবর্তন ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পরামর্শ দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। দ্বীপরাষ্ট্রটির অর্থনৈতিক সংকট দূর ও রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে ভারত।
গত মার্চ মাস থেকেই অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলংকায় শুরু হয় গণআন্দোলন। একপর্যায়ে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রেসিডেন্টের বাসভবনেও ঢুকে পড়েন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। দেশটির পরিস্থিতি এখনো শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সূত্র: সিএনবিসিটিভি
হককথা/এমউএ