নিউইয়র্ক ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আকস্মিক জনতার মাঝে রাজা চার্লস ও প্রিন্স উইলিয়াম

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৪৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • / ১০১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : রানী দ্বিতীয় এলিজাবেথের মৃতদেহ কফিনের ভিতর। কেউ তার মুখটি আর দেখতে পাবেন না। শুধু সেই কফিনটি দু’চোখে দেখার জন্য উদ্বেগাকুল হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় লাইনে। রানীর প্রতি তাদের এই অকৃত্রিম ভালবাসায় আপ্লুত রাজা তৃতীয় চার্লস ও তার পরবর্তী উত্তরসুরি প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইলিয়াম। তাই তারা আকস্মিক ছুটে গেছেন এসব কোমল মনের মানুষের মাঝে। তাদের সঙ্গে কথা বলেছেন।

তাদের আবেগ, অনুভূতির জবাব দিয়েছেন হাসিমুখে। রাজার নিরাপত্তারক্ষীরা এ সময় সবাইকে ফোনে ছবি তুলতে ব্যস্ত না হয়ে তার সঙ্গে করমর্দন করে সময়টাকে উপভোগ করতে অনুরোধ করেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা এসব মানুষের কাছে এই কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেন প্রিন্স উইলিয়াম। র‌্যামবেথ প্যালেসের কাছে আলবার্ট এমব্যাংকমেন্টে এসব মানুষের মাঝে যখন তারা আকস্মিক উপস্থিত হন, তখন জনতার মধ্যে দেখা দেয় অন্যরকম এক অনুভূতি। এসব মানুষ শনিবার সকাল থেকে রাজার মা রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন একবার দেখার জন্য অপেক্ষায়।

ডিপার্টমেন্ট ফর ডিজিটাল, কালচারাল, মিডিয়া অ্যান্ড স্পোর্টসের মতে মানুষের এই ভিড় সাউথওয়ার্ক পার্ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। মা মারা গেছেন, তাতে স্বাভাবিকভাবে বুকে বেদনার এক লু হাওয়া রাজা ও রাজপরিবারের সবার মধ্যে। কিন্তু একই সঙ্গে সিংহাসনের দায়িত্ব পেয়েছেন নতুন রাজা। তাকে শুধু বেদনা নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। তাই তিনি শোকের পাশাপাশি নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এর অংশ হিসেবে লন্ডনে নিউ স্কটল্যান্ড ইয়ার্ডে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের নতুন কমিশনার স্যার মার্ক পাওলি, লন্ডনের মেয়র সাদিক খান এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের সঙ্গে করমর্দন করেছেন। প্রিন্স অব ওয়েলসও নিউ স্কটল্যান্ড ইয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন। শনিবার দিনটি শুরুতে ছিল ঠাণ্ডা।

কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য্য কিরণ বাড়িয়ে দেয়। তার মাঝেই লাইনে বাড়তে থাকে মানুষের সংখ্যা। তাদের গন্তব্য ওয়েস্টমিনস্টার হল। সেখানে রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন রাখা আছে। সেখানে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে এমন অখণ্ড দাঁড়িয়ে থাকা। যারা শুরুতে লাইনে দাঁড়ান তারা ভাবছিলেন ১৬ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। এক পর্যায়ে উইন্ডসরে লং ওয়াকে শনিবার এভাবে লাইনে দাঁড়ান প্রায় এক লাখ মানুষ।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আকস্মিক জনতার মাঝে রাজা চার্লস ও প্রিন্স উইলিয়াম

প্রকাশের সময় : ০৮:৪৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রানী দ্বিতীয় এলিজাবেথের মৃতদেহ কফিনের ভিতর। কেউ তার মুখটি আর দেখতে পাবেন না। শুধু সেই কফিনটি দু’চোখে দেখার জন্য উদ্বেগাকুল হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় লাইনে। রানীর প্রতি তাদের এই অকৃত্রিম ভালবাসায় আপ্লুত রাজা তৃতীয় চার্লস ও তার পরবর্তী উত্তরসুরি প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইলিয়াম। তাই তারা আকস্মিক ছুটে গেছেন এসব কোমল মনের মানুষের মাঝে। তাদের সঙ্গে কথা বলেছেন।

তাদের আবেগ, অনুভূতির জবাব দিয়েছেন হাসিমুখে। রাজার নিরাপত্তারক্ষীরা এ সময় সবাইকে ফোনে ছবি তুলতে ব্যস্ত না হয়ে তার সঙ্গে করমর্দন করে সময়টাকে উপভোগ করতে অনুরোধ করেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা এসব মানুষের কাছে এই কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেন প্রিন্স উইলিয়াম। র‌্যামবেথ প্যালেসের কাছে আলবার্ট এমব্যাংকমেন্টে এসব মানুষের মাঝে যখন তারা আকস্মিক উপস্থিত হন, তখন জনতার মধ্যে দেখা দেয় অন্যরকম এক অনুভূতি। এসব মানুষ শনিবার সকাল থেকে রাজার মা রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন একবার দেখার জন্য অপেক্ষায়।

ডিপার্টমেন্ট ফর ডিজিটাল, কালচারাল, মিডিয়া অ্যান্ড স্পোর্টসের মতে মানুষের এই ভিড় সাউথওয়ার্ক পার্ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। মা মারা গেছেন, তাতে স্বাভাবিকভাবে বুকে বেদনার এক লু হাওয়া রাজা ও রাজপরিবারের সবার মধ্যে। কিন্তু একই সঙ্গে সিংহাসনের দায়িত্ব পেয়েছেন নতুন রাজা। তাকে শুধু বেদনা নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। তাই তিনি শোকের পাশাপাশি নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এর অংশ হিসেবে লন্ডনে নিউ স্কটল্যান্ড ইয়ার্ডে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের নতুন কমিশনার স্যার মার্ক পাওলি, লন্ডনের মেয়র সাদিক খান এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের সঙ্গে করমর্দন করেছেন। প্রিন্স অব ওয়েলসও নিউ স্কটল্যান্ড ইয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন। শনিবার দিনটি শুরুতে ছিল ঠাণ্ডা।

কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য্য কিরণ বাড়িয়ে দেয়। তার মাঝেই লাইনে বাড়তে থাকে মানুষের সংখ্যা। তাদের গন্তব্য ওয়েস্টমিনস্টার হল। সেখানে রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন রাখা আছে। সেখানে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে এমন অখণ্ড দাঁড়িয়ে থাকা। যারা শুরুতে লাইনে দাঁড়ান তারা ভাবছিলেন ১৬ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। এক পর্যায়ে উইন্ডসরে লং ওয়াকে শনিবার এভাবে লাইনে দাঁড়ান প্রায় এক লাখ মানুষ।
হককথা/এমউএ