আইএস প্রধানকে হত্যার দাবি তুরস্কের
- প্রকাশের সময় : ০৩:৪৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ৪৬ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন প্রধানকে হত্যা করেছে তুরস্কের বাহিনী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। সোমবার (১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে আইএস প্রধান আবু ইব্রাহিম আল-কুরেশিকে হত্যার পর ধারণা করা হচ্ছিল, আবু হুসেইন আল-কুরেশি আইএস-এর নেতৃত্বের দায়িত্ব নেন।
এরদোয়ান সম্প্রচারমাধ্যম টিআরটি টার্ককে বলেন, শনিবার তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটির অভিযানে আইএস নেতা নিহত হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি আইএস।
আরোও পড়ুন। মোদিকে দেখে মোবাইল ছুড়ে মারলেন নারী !
এছাড়া এরদোয়ান বলেন, দীর্ঘ সময় ধরে এমআইটি গোয়েন্দা সংস্থা কুরেশিকে অনুসরণ করে আসছিল। তবে এরদোয়ানের এসব দাবি বিবিসির পক্ষ থেকে নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। আইএস প্রধানকে হত্যার ব্যাপারে বিস্তারিত কিছু না বলে এরদোয়ান বলেন, আমরা সন্ত্রাসী সংস্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ান সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তুর্কি সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় জান্দারিস শহরের কাছে এ অভিযান চালানো হয়েছে।
সুমি/হককথা