নিউইয়র্ক ০২:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বিধ্বস্তে ৩ মেরিন সদস্য নিহত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:২১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / ৮৭ বার পঠিত

এমভি-২২ অসপ্রে, ছবি: এপি

আর্ন্তজাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৩ মেরিন সদস্য নিহত হয়েছেন। আহত আরও পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। দুর্গম এলাকায় বিধ্বস্ত হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে।

‘এমভি-২২ অসপ্রে’ উদ্ধারে অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকজনকে জীবিত বের করে আনা সম্ভব হয়েছে। হেলিকপ্টারটি ডারউইনের উত্তরের প্রত্যন্ত তিউই দ্বীপে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। এতে ২০ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের অংশগ্রহণে সামরিক অনুশীলন চলছিল। এতে দেশগুলোর আড়াই হাজার সেনা সদস্য অংশ নিয়েছেন। ওই হেলিকপ্টারে শুধু যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরাই ছিলেন।

দুর্ঘটনায় শোক জানিয়ে আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি অ্যালবানিজ স্থানীয় পুলিশ কমিশনার মিশেল মারফি বলেছেন, আহত পাঁচজনকে চিকিৎসা দিতে জরুরিভিত্তিতে ডারউইনে ফিরিয়ে আনা হয়েছে। মেলভিল দ্বীপে অতিরিক্ত পুলিশ ও প্রতিরক্ষা সদস্য মোতায়েন করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। সূত্র: বিবিসি

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বিধ্বস্তে ৩ মেরিন সদস্য নিহত

প্রকাশের সময় : ০৯:২১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৩ মেরিন সদস্য নিহত হয়েছেন। আহত আরও পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। দুর্গম এলাকায় বিধ্বস্ত হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে।

‘এমভি-২২ অসপ্রে’ উদ্ধারে অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকজনকে জীবিত বের করে আনা সম্ভব হয়েছে। হেলিকপ্টারটি ডারউইনের উত্তরের প্রত্যন্ত তিউই দ্বীপে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। এতে ২০ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের অংশগ্রহণে সামরিক অনুশীলন চলছিল। এতে দেশগুলোর আড়াই হাজার সেনা সদস্য অংশ নিয়েছেন। ওই হেলিকপ্টারে শুধু যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরাই ছিলেন।

দুর্ঘটনায় শোক জানিয়ে আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি অ্যালবানিজ স্থানীয় পুলিশ কমিশনার মিশেল মারফি বলেছেন, আহত পাঁচজনকে চিকিৎসা দিতে জরুরিভিত্তিতে ডারউইনে ফিরিয়ে আনা হয়েছে। মেলভিল দ্বীপে অতিরিক্ত পুলিশ ও প্রতিরক্ষা সদস্য মোতায়েন করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। সূত্র: বিবিসি

হককথা/নাছরিন