বিজ্ঞাপন :
অর্ধ শতক পর অবশেষে বন্ধ হচ্ছে ‘নরকের দরজা’
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৫:৩৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৩৫ বার পঠিত
স্বর্গ বা নরক আদৌ আছে কি না তা নিয়ে প্রশ্নের শেষ নেই। কিন্তু এই পৃথিবীতেই আছে ‘নরকের দরজা’। বহু বছর ধরে সেই দরজাকে ঘিরে কৌতূহলের শেষ নেই। তবে এবার অবশেষে বন্ধ হতে চলেছে ‘নরকের দরজা’।
নরক বলতে আমরা যা বুঝি এ ঠিক তা নয়। মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে গত ৫০ বছর ধরে দাউ দাউ করে জ্বলছে নরকের দরজার আগুন। আজও যা নেভেনি। ‘গেটস অফ হেল’ নামে পশ্চিমী দুনিয়ার কাছে পরিচিত এই আগ্নেয় গহ্বর পর্যটকদের কাছে আকর্ষণীয় জিনিস। ১৯৭১ সাল থেকে যা জ্বলেই চলেছে। নেভেনি আগুন।
Tag :























