অনির্দিষ্টকালের জন্য ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

- প্রকাশের সময় : ১২:৫১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ৬৪ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : শনিবার রাশিয়ান গ্যাস পাইপলাইন পুনরায় চালু করার কথা থাকলেও তা চালু হবে না বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা গাজপ্রম। ফলে এ পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে জার্মানিতে। গাজপ্রমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে ছিদ্র খুঁজে পেয়েছে কোম্পানিটি। ফলে এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।
ইউরোপীয় দেশগুলো আশা করেছিল যে নর্ড স্ট্রিম-১ পাইপলাইন একটি সংক্ষিপ্ত রক্ষণাবেক্ষণের পরে এ সপ্তাহেই আবার প্রবাহ শুরু করবে। কিন্তু রাশিয়া হঠাৎ করেই ছিদ্র খুঁজে পাওয়া কথা উল্লেখ করে পুনরায় গ্যাস বন্ধ করার ঘোষণা দিয়েছে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছিল, রাশিয়া থেকে ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহের অন্যতম পাইপলাইন নর্ড স্ট্রিম-১ চলতি মাসের শেষের দিকে নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকবে। আগামী ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে গ্যাজপ্রম কর্তৃপক্ষ।
এদিকে আসন্ন শীত নিয়ে বিপাকে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। শীতে ইউরোপের নাগরিকরা ঘর গরম রাখার জন্য গ্যাস পাবে না, এমন শঙ্কা বাড়ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাড়ছে জ্বালানির দাম, কিন্তু কমেছে সরবরাহ। বরাবরের মতো জার্মানির অভিযোগ, রাশিয়া তার জ্বালানিকে অস্ত্রের মতো ব্যবহার করছে। ইউক্রেন যুদ্ধের কারণেই এমনটি হচ্ছে। জ্বালানির দাম বৃদ্ধি করার জন্য এটি মস্কোর রাজনৈতিক পদক্ষেপ।
জার্মানির স্থানীয় গণমাধ্যম বলছে, গ্যাস সরবরাহের প্রবাহ কমিয়ে দেয়ায় দেশটির উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্যাসের কারণে এরইমধ্যে দাম বেড়েছে অন্যান্য জিনিসের। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকেই মস্কোর উপর একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। জবাবে ইউরোপের একাধিক দেশে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। চাপে রয়েছে জার্মানিসহ ইউরোপের একাধিক দেশ।
হককথা/এমউএ