বিজ্ঞাপন :
অক্সফোর্ডের বিজনেস স্কুলের দায়িত্ব পেলেন বাঙালি

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৬:৩৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ৪৫ বার পঠিত
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সায়িদ বিজ়নেস স্কুলের নতুন ডিন হচ্ছেন অধ্যাপক সৌমিত্র দত্ত। এই প্রথম কোনও বাঙালি এই দায়িত্ব পালন করবেন।
দিল্লির আইআইটি থেকে বিটেক, তার পরে ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, বার্কলে থেকে এমএস ও পিএইচ ডি। বর্তমানে নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ‘কর্নেল এসসি জনসন কলেজ অব বিজ়নেসে’ অধ্যাপনা করেন সৌমিত্র। সেখানে অধ্যাপনা করেন তাঁর স্ত্রী লুর্দ কাসানোভাও।
অক্সফোর্ডের সঙ্গে সৌমিত্রের সম্পর্ক অবশ্য এই প্রথম নয়। এর আগে তিনি আমন্ত্রিত অধ্যাপক হিসাবে ছ’মাস এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তাঁদের কন্যা সারাও ২০১৪ সালে অক্সফোর্ড থেকে পিএইচ ডি করেন।
হককথা/এসএ
Tag :