নিউইয়র্ক ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মেট্রোপলিটন মিউজিয়ামের ৫৫ কোটি ডলারের প্রকল্পে যা থাকছে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:১৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / ২৩ বার পঠিত

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে (মেট) যুক্ত হচ্ছে নতুন উইং, যা পুরোপুরি আধুনিক এবং সমকালীন শিল্পের প্রদর্শনী ও প্রসারে কাজ করবে। সম্প্রতি ৫৫ কোটি ডলার বাজেটে চলমান প্রকল্পটির নকশা প্রকাশ হয়েছে, যার ডিজাইন করেছেন ফ্রিদা এসকোবেডো।

উল্লেখযোগ্য বিষয় হলো এ জাদুঘরের ১৫৪ বছরের ইতিহাসে ফ্রিদা হলেন প্রথম নারী স্থপতি, যিনি একটি শাখার ডিজাইন করেছেন। সম্পূর্ণ অনুদানের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে অংশটি। এর মধ্যে সাড়ে ১২ কোটি ডলার অনুদান দিয়েছেন অস্কার এল ট্যাং ও এইচএম অ্যাগনেস হু-ট্যাং দম্পতি। উইংটি তাদের নামেই পরিচিতি পাবে। ২০২৬ সালে শুরু হয়ে ২০৩০ সালে বিভাগটির নির্মাণ শেষ হওয়ার কথা রয়েছে। এ ডিজাইনে কিছু অভিনব বিষয় রয়েছে। মিউজিয়ামের দক্ষিণ-পশ্চিম অংশের সেন্ট্রাল পার্ব কমপ্লেক্সের ওপর স্থাপিত হচ্ছে নতুন শাখা। এতে প্রদর্শনীর স্থান বেড়ে যাবে প্রায় ৫০ শতাংশ, মোট গ্যালারি এলাকা হবে ৭১ হাজার বর্গফুট। এতে অন্তর্গত নকশা মেক্সিকোর ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থাপত্য উপাদান থেকে অনুপ্রাণিত। যার সঙ্গে যুক্ত রয়েছে স্প্যানিশ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকান সংস্কৃতি। উইংয়ে থাকছে ১৮ হাজার ৫০০ বর্গফুট আউটডোর টেরেস এবং তিনতলার মূল আয়োজনের সঙ্গে ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় গ্যালারি, অস্থায়ী প্রদর্শনী কক্ষ এবং কমিউনিটি স্পেস; যেখান থেকে দেখা যাবে সেন্ট্রাল পার্ক ও নিউইয়র্ক শহরের দৃশ্য।

পরিবেশবান্ধব প্রকল্পটির নকশা এমনভাবে করা হয়েছে, যাতে এলইইডি গোল্ড সার্টিফিকেশন পাওয়া যায় সহজে। দিনের আলোর সঠিক ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ, ছাদে সবুজায়ন ও তাপমাত্রা নিয়ন্ত্রণের উন্নত ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে ডিজাইনে। মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বর্তমানে আরো কয়েকটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ৭ কোটি ডলার বাজেটে নির্মাণাধীন মাইকেল সি রকফেলার উইং। আফ্রিকা, প্রাচীন আমেরিকা এবং ওশেনিক আর্টের প্রদর্শনী ও প্রসারে কাজ করবে এ গ্যালারি। খবর ও ছবি সিএনএন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মেট্রোপলিটন মিউজিয়ামের ৫৫ কোটি ডলারের প্রকল্পে যা থাকছে

প্রকাশের সময় : ০১:১৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে (মেট) যুক্ত হচ্ছে নতুন উইং, যা পুরোপুরি আধুনিক এবং সমকালীন শিল্পের প্রদর্শনী ও প্রসারে কাজ করবে। সম্প্রতি ৫৫ কোটি ডলার বাজেটে চলমান প্রকল্পটির নকশা প্রকাশ হয়েছে, যার ডিজাইন করেছেন ফ্রিদা এসকোবেডো।

উল্লেখযোগ্য বিষয় হলো এ জাদুঘরের ১৫৪ বছরের ইতিহাসে ফ্রিদা হলেন প্রথম নারী স্থপতি, যিনি একটি শাখার ডিজাইন করেছেন। সম্পূর্ণ অনুদানের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে অংশটি। এর মধ্যে সাড়ে ১২ কোটি ডলার অনুদান দিয়েছেন অস্কার এল ট্যাং ও এইচএম অ্যাগনেস হু-ট্যাং দম্পতি। উইংটি তাদের নামেই পরিচিতি পাবে। ২০২৬ সালে শুরু হয়ে ২০৩০ সালে বিভাগটির নির্মাণ শেষ হওয়ার কথা রয়েছে। এ ডিজাইনে কিছু অভিনব বিষয় রয়েছে। মিউজিয়ামের দক্ষিণ-পশ্চিম অংশের সেন্ট্রাল পার্ব কমপ্লেক্সের ওপর স্থাপিত হচ্ছে নতুন শাখা। এতে প্রদর্শনীর স্থান বেড়ে যাবে প্রায় ৫০ শতাংশ, মোট গ্যালারি এলাকা হবে ৭১ হাজার বর্গফুট। এতে অন্তর্গত নকশা মেক্সিকোর ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থাপত্য উপাদান থেকে অনুপ্রাণিত। যার সঙ্গে যুক্ত রয়েছে স্প্যানিশ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকান সংস্কৃতি। উইংয়ে থাকছে ১৮ হাজার ৫০০ বর্গফুট আউটডোর টেরেস এবং তিনতলার মূল আয়োজনের সঙ্গে ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় গ্যালারি, অস্থায়ী প্রদর্শনী কক্ষ এবং কমিউনিটি স্পেস; যেখান থেকে দেখা যাবে সেন্ট্রাল পার্ক ও নিউইয়র্ক শহরের দৃশ্য।

পরিবেশবান্ধব প্রকল্পটির নকশা এমনভাবে করা হয়েছে, যাতে এলইইডি গোল্ড সার্টিফিকেশন পাওয়া যায় সহজে। দিনের আলোর সঠিক ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ, ছাদে সবুজায়ন ও তাপমাত্রা নিয়ন্ত্রণের উন্নত ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে ডিজাইনে। মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বর্তমানে আরো কয়েকটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ৭ কোটি ডলার বাজেটে নির্মাণাধীন মাইকেল সি রকফেলার উইং। আফ্রিকা, প্রাচীন আমেরিকা এবং ওশেনিক আর্টের প্রদর্শনী ও প্রসারে কাজ করবে এ গ্যালারি। খবর ও ছবি সিএনএন