নিউইয়র্ক ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শক্তিশালী পুঁজিবাজারের জন্য আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা জরুরি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • / ৪২ বার পঠিত

যে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখে সে দেশের পুঁজিবাজার। তাই পুঁজিবাজার শক্তিশালী করা এবং বিনিয়োগকারীদের সুরক্ষায় প্রয়োজন আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা। না হলে অর্থনীতিতে পুঁজিবাজার তেমন ভূমিকা রাখতে পারবে না।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানিগুলো নিয়ে বৃহস্পতিবার আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত সেমিনারে কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা ও কোম্পানি সচিবরা অংশ নেন। ডিএসইর নিজস্ব কার্যালয়ে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম, বিশেষ অতিথি ছিলেন ডিএসইর পরিচালক মো. আফজাল হোসেন। সভাপতিত্ব করেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।

মো. আব্দুল হালিম বলেন, তালিকাভুক্তির পর অনেক কোম্পানির আর্থিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। তাহলে কোম্পানিটি যখন আইপিও’র কাগজপত্র জমা দিয়েছে সেগুলো অতিরঞ্জিত। এক্ষেত্রে বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। নাগরিক হিসেবে দেশের মানুষকে ঠকাতে এ কাজ করতে পারি না।

তিনি বলেন, আমরা আপনাদেরকে শুনানিতে এনে ভয়-ভীতি দেখাই। জরিমানা করি। যাতে আপনারা ঠিক হন। কিন্তু এরপরও অনেকের বোর্ডে সমস্যা পাওয়া যাচ্ছে। মো. আফজাল হোসেন বলেন, ফাইনান্সিয়াল রিপোর্ট এবং ডিসক্লোজ সবচেয়ে প্রয়োজন হচ্ছে মালিক, বিনিয়োগকারী এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য। সূত্র : যুগান্তর

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শক্তিশালী পুঁজিবাজারের জন্য আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা জরুরি

প্রকাশের সময় : ০৫:১৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

যে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখে সে দেশের পুঁজিবাজার। তাই পুঁজিবাজার শক্তিশালী করা এবং বিনিয়োগকারীদের সুরক্ষায় প্রয়োজন আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা। না হলে অর্থনীতিতে পুঁজিবাজার তেমন ভূমিকা রাখতে পারবে না।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানিগুলো নিয়ে বৃহস্পতিবার আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত সেমিনারে কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা ও কোম্পানি সচিবরা অংশ নেন। ডিএসইর নিজস্ব কার্যালয়ে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম, বিশেষ অতিথি ছিলেন ডিএসইর পরিচালক মো. আফজাল হোসেন। সভাপতিত্ব করেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।

মো. আব্দুল হালিম বলেন, তালিকাভুক্তির পর অনেক কোম্পানির আর্থিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। তাহলে কোম্পানিটি যখন আইপিও’র কাগজপত্র জমা দিয়েছে সেগুলো অতিরঞ্জিত। এক্ষেত্রে বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। নাগরিক হিসেবে দেশের মানুষকে ঠকাতে এ কাজ করতে পারি না।

তিনি বলেন, আমরা আপনাদেরকে শুনানিতে এনে ভয়-ভীতি দেখাই। জরিমানা করি। যাতে আপনারা ঠিক হন। কিন্তু এরপরও অনেকের বোর্ডে সমস্যা পাওয়া যাচ্ছে। মো. আফজাল হোসেন বলেন, ফাইনান্সিয়াল রিপোর্ট এবং ডিসক্লোজ সবচেয়ে প্রয়োজন হচ্ছে মালিক, বিনিয়োগকারী এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য। সূত্র : যুগান্তর

হককথা/নাছরিন