নিউইয়র্ক ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সবুজ কারখানার সংখ্যা বেড়ে ২১৪

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • / ৫৯ বার পঠিত

দেশের তৈরি পোশাকশিল্পের আরও একটি কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানটি হলো গাজীপুর সদরের পুবাইল এলাকার এপিএস নিট কম্পোজিট লি.। রোববার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ফলে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৪। এপিএস নিট কম্পোজিট গোল্ড সনদ পেয়েছে। ১১০ নম্বরের মধ্যে এপিএস নিট কম্পোজিট পেয়েছে ৭১ নম্বর।

বিজিএমইএর তথ্যমতে, বাংলাদেশে ২১৪টি সুবজ কারখানার মধ্যে প্লাটিনাম রেটিং পেয়েছে ৮০টি। এ ছাড়া গোল্ড রেটিং ১২০টি, ১০টি সিলভার। আর চারটি সার্টিফায়েড। তা ছাড়া এখনো গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে অনেক কারখানা। মোট ১১০-এর মধ্যে যেসব কোম্পানি ৮০ বা তার চেয়ে বেশি নম্বর পায়, তারা প্লাটিনাম সনদ লাভ করে। কোনো কারখানা ৬০ থেকে ৭৯ নম্বর পেলে গোল্ড সনদ পায়, ৫০ থেকে ৫৯ পেলে পায় সিলভার সনদ আর ৪০ থেকে ৪৯ পেলে পায় সার্টিফায়েড সনদ। সূত্র : আজকের পত্রিকা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সবুজ কারখানার সংখ্যা বেড়ে ২১৪

প্রকাশের সময় : ০২:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

দেশের তৈরি পোশাকশিল্পের আরও একটি কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানটি হলো গাজীপুর সদরের পুবাইল এলাকার এপিএস নিট কম্পোজিট লি.। রোববার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ফলে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৪। এপিএস নিট কম্পোজিট গোল্ড সনদ পেয়েছে। ১১০ নম্বরের মধ্যে এপিএস নিট কম্পোজিট পেয়েছে ৭১ নম্বর।

বিজিএমইএর তথ্যমতে, বাংলাদেশে ২১৪টি সুবজ কারখানার মধ্যে প্লাটিনাম রেটিং পেয়েছে ৮০টি। এ ছাড়া গোল্ড রেটিং ১২০টি, ১০টি সিলভার। আর চারটি সার্টিফায়েড। তা ছাড়া এখনো গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে অনেক কারখানা। মোট ১১০-এর মধ্যে যেসব কোম্পানি ৮০ বা তার চেয়ে বেশি নম্বর পায়, তারা প্লাটিনাম সনদ লাভ করে। কোনো কারখানা ৬০ থেকে ৭৯ নম্বর পেলে গোল্ড সনদ পায়, ৫০ থেকে ৫৯ পেলে পায় সিলভার সনদ আর ৪০ থেকে ৪৯ পেলে পায় সার্টিফায়েড সনদ। সূত্র : আজকের পত্রিকা।