নিউইয়র্ক ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভারতে বিলিয়নেয়ারের সংখ্যা ২০০ ছুঁইছুঁই

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৫৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / ১৪২ বার পঠিত

ভারতে বিলিয়নেয়ারের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে, সংখ্যায় যা ২০০-এর কাছাকাছি পৌঁছে গেছে। ২০২৪ সালে ভারতে বিলিয়নেয়ারদের সংখ্যা বেড়ে পৌঁছায় ১৯১-এ। যেখানে নতুন মুখ যোগ হয়েছে ২৬টি। বর্তমানে দেশটির বিলিয়নেয়ারদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৯৫ হাজার কোটি ডলার। ফলে বিলিয়নেয়ারের সংখ্যার দিক থেকে বিশ্বে ভারতের স্থান তৃতীয়। প্রথম দুটি স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। রিয়েল এস্টেট পরামর্শক সংস্থা নাইট ফ্রাংকের গ্লোবাল ওয়েলথ রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। খবর দ্য হিন্দু।

প্রতিবেদনের তথ্যমতে, গত কয়েক বছরে শেয়ারবাজারের উত্থান মিলিয়নেয়ারদের সংখ্যা বাড়িয়েছে। ভারতে উচ্চসম্পদশালী ব্যক্তির (এইচডব্লিউএনআই) সংখ্যা ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে ২০২৮ সালের মধ্যে প্রায় ৯৪ হাজার জনে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ভারতে ১ কোটি ডলারের বেশি সম্পদ আছে এমন উচ্চসম্পদশালী ব্যক্তির সংখ্যা বর্তমানে ৮৫ হাজার ৬৯৮, যা বিশ্বব্যাপী মোট উচ্চসম্পদশালী ব্যক্তির ৩ দশমিক ৭ শতাংশ। গত বছর ভারতে উচ্চসম্পদশালী ব্যক্তির সংখ্যা ৬ শতাংশ বেড়েছে, যা বৈশ্বিক গড় ৪ দশমিক ৪ শতাংশ বৃদ্ধির তুলনায় দ্রুত। গত বছর ধনী ব্যক্তিদের শেয়ার, সম্পত্তি ও নগদ বা তরল সম্পদে প্রায় সমানভাবে বিনিয়োগ করতে দেখা গেছে। তবে সামগ্রিকভাবে তাদের বিনিয়োগ পছন্দে শেয়ার এগিয়ে ছিল। কারণ গত কয়েক বছরে শেয়ারবাজারের ঊর্ধ্বগতি প্রবণতা লক্ষ করা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের মতো উন্নয়নশীল বাজারগুলোয় শেয়ারসহ ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের আগ্রহ দ্রুত বেড়েছে। তবে ইউরোপ ও জাপানের বিনিয়োগকারীরা এখনো বেশি সতর্ক এবং রক্ষণশীল মনোভাব ধরে রেখেছেন। ধনকুবেরদের বিলাসবহুল সম্পদ অর্জনের আগ্রহের শীর্ষ তালিকায় রয়েছে বিলাসবহুল গাড়ি, দামি রিয়েল এস্টেট এবং তাদের মধ্যে ১০ শতাংশ ব্যক্তিগত জেট কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। নাইট ফ্র্যাংক ইন্ডিয়ার প্রধান শিশির বৈজাল বলেছেন, ‘শুল্কযুদ্ধের হুমকির কারণে বৈশ্বিক শেয়ারবাজারের অস্থিরতা বিনিয়োগকারীদের আরো বেশি রিয়েল এস্টেটে বিনিয়োগের দিকে নিয়ে যাবে। বাজারের সাময়িক ওঠানামা, দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুযোগ না কমলেও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের প্রথম দুই মাস ছিল অস্থির এবং বিনিয়োগকারীরা দ্রুত তাদের বিনিয়োগ স্থানান্তর করছেন। কারণ তারা বিনিয়োগ বাজারের নড়বড়ে অবস্থা নিয়ে উদ্বিগ্ন। শুল্কের ঝুঁকি অর্থনৈতিক প্রবৃদ্ধি কমাতে পারে এবং মূল্যস্ফীতির পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তবু বেশির ভাগ অর্থনীতিবিদ আগামী বছরে বিশ্ব অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ভারতে বিলিয়নেয়ারের সংখ্যা ২০০ ছুঁইছুঁই

প্রকাশের সময় : ০২:৫৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

ভারতে বিলিয়নেয়ারের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে, সংখ্যায় যা ২০০-এর কাছাকাছি পৌঁছে গেছে। ২০২৪ সালে ভারতে বিলিয়নেয়ারদের সংখ্যা বেড়ে পৌঁছায় ১৯১-এ। যেখানে নতুন মুখ যোগ হয়েছে ২৬টি। বর্তমানে দেশটির বিলিয়নেয়ারদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৯৫ হাজার কোটি ডলার। ফলে বিলিয়নেয়ারের সংখ্যার দিক থেকে বিশ্বে ভারতের স্থান তৃতীয়। প্রথম দুটি স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। রিয়েল এস্টেট পরামর্শক সংস্থা নাইট ফ্রাংকের গ্লোবাল ওয়েলথ রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। খবর দ্য হিন্দু।

প্রতিবেদনের তথ্যমতে, গত কয়েক বছরে শেয়ারবাজারের উত্থান মিলিয়নেয়ারদের সংখ্যা বাড়িয়েছে। ভারতে উচ্চসম্পদশালী ব্যক্তির (এইচডব্লিউএনআই) সংখ্যা ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে ২০২৮ সালের মধ্যে প্রায় ৯৪ হাজার জনে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ভারতে ১ কোটি ডলারের বেশি সম্পদ আছে এমন উচ্চসম্পদশালী ব্যক্তির সংখ্যা বর্তমানে ৮৫ হাজার ৬৯৮, যা বিশ্বব্যাপী মোট উচ্চসম্পদশালী ব্যক্তির ৩ দশমিক ৭ শতাংশ। গত বছর ভারতে উচ্চসম্পদশালী ব্যক্তির সংখ্যা ৬ শতাংশ বেড়েছে, যা বৈশ্বিক গড় ৪ দশমিক ৪ শতাংশ বৃদ্ধির তুলনায় দ্রুত। গত বছর ধনী ব্যক্তিদের শেয়ার, সম্পত্তি ও নগদ বা তরল সম্পদে প্রায় সমানভাবে বিনিয়োগ করতে দেখা গেছে। তবে সামগ্রিকভাবে তাদের বিনিয়োগ পছন্দে শেয়ার এগিয়ে ছিল। কারণ গত কয়েক বছরে শেয়ারবাজারের ঊর্ধ্বগতি প্রবণতা লক্ষ করা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের মতো উন্নয়নশীল বাজারগুলোয় শেয়ারসহ ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের আগ্রহ দ্রুত বেড়েছে। তবে ইউরোপ ও জাপানের বিনিয়োগকারীরা এখনো বেশি সতর্ক এবং রক্ষণশীল মনোভাব ধরে রেখেছেন। ধনকুবেরদের বিলাসবহুল সম্পদ অর্জনের আগ্রহের শীর্ষ তালিকায় রয়েছে বিলাসবহুল গাড়ি, দামি রিয়েল এস্টেট এবং তাদের মধ্যে ১০ শতাংশ ব্যক্তিগত জেট কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। নাইট ফ্র্যাংক ইন্ডিয়ার প্রধান শিশির বৈজাল বলেছেন, ‘শুল্কযুদ্ধের হুমকির কারণে বৈশ্বিক শেয়ারবাজারের অস্থিরতা বিনিয়োগকারীদের আরো বেশি রিয়েল এস্টেটে বিনিয়োগের দিকে নিয়ে যাবে। বাজারের সাময়িক ওঠানামা, দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুযোগ না কমলেও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের প্রথম দুই মাস ছিল অস্থির এবং বিনিয়োগকারীরা দ্রুত তাদের বিনিয়োগ স্থানান্তর করছেন। কারণ তারা বিনিয়োগ বাজারের নড়বড়ে অবস্থা নিয়ে উদ্বিগ্ন। শুল্কের ঝুঁকি অর্থনৈতিক প্রবৃদ্ধি কমাতে পারে এবং মূল্যস্ফীতির পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তবু বেশির ভাগ অর্থনীতিবিদ আগামী বছরে বিশ্ব অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন।