শেয়ারবাজারে টানা মূল্য সংশোধন
- প্রকাশের সময় : ০৫:১৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৬৯ বার পঠিত
টানা তৃতীয় দিনের মতো শেয়াববাজারে দরপতন হয়েছে। বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিন শেষে ডিএসইর সূচক কমেছে ২৩ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ১ হাজার কোটি টাকা। এছাড়াও কমেছে লেনদেনও। বিশ্লেষকরা বলছেন, কয়েক দিনের ঊর্ধ্বগতির পর এটা স্বাভাবিক মূল্য সংশোধন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে এদিন ৩৯৫টি কোম্পানির ৩৫ কোটি ৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যার মোট মূল্য ১ হাজার ১৭৩ কোটি ৫৮ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৭৯টি কোম্পানির শেয়ারের, কমেছে ২৭৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রডসূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ৩৭১ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক দশমিক পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৩৯১ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে ৭ লাখ ৬৯ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
শীর্ষ দশ কোম্পানি : এদিন ডিএসইতে যে সব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- বেস্ট হোল্ডিংস, তৌফিকা ফুড, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আফতাব অটোমোবাইলস, মালেক স্পিনিং, আইএফআইসি ব্যাংক ও এবি ব্যাংক। ডিএসইতে বুধবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো-সেন্ট্রাল ফার্মা, সিকদার ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং, সাফকো স্পিনিং, আনলিমা ইয়ার্ন, আফতাব অটো মোবাইলস, এডিএন টেলিকম, হাইডেল বার্গ সিমেন্ট, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও এএফসি এগ্রো। অন্যদিকে যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো-মুন্নু ফেব্রিকস, মিথুন নিটিং, জিএসপি ফাইন্যান্স, অগ্নি সিস্টেম, আরডি ফুড,আইটিসি, সাউথ বাংলা ব্যাংক, ফ্যামিলি টেক্সটাইল, এডভেন্ট ফার্মা ও মালেক স্পিনিং। সূত্র : যুগান্তর।