অভিবাসীদের পছন্দের করমুক্ত দেশের তালিকায় শীর্ষে ওমান
- প্রকাশের সময় : ০২:০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ১২ বার পঠিত
বিশ্বে করমুক্ত দেশগুলোকে সাধারণত ‘হ্যাভেন (স্বর্গরাজ্য)’ হিসেবে বিবেচনা করা হয়। এসব দেশে আয়কর না দিয়ে জীবনযাপনের সুযোগ পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী ১০টি করমুক্ত দেশের অর্ধেকই উপসাগরীয় অঞ্চলে অবস্থিত। করের বোঝা না থাকায় এসব দেশে বিদ্যমান গড় আয়েই বাড়ি ভাড়া, জীবনযাত্রার ব্যয় ও ইউটিলিটি খরচ মিটিয়েও সঞ্চয়ের সুযোগ আছে। ফলে অভিবাসীদের পছন্দের তালিকায়ও আছে দেশগুলো। এক্ষেত্রে সবার ওপরে আছে ওমানের নাম। সম্প্রতি আন্তর্জাতিক বীমা ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উইলিয়াম রাসেলের ট্যাক্স-ফ্রি রিলোকেশন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর ইউরোনিউজ।
প্রতিবেদনে মাসিক জীবনযাত্রার ব্যয়, গড় আয়, ভাড়া ও ইউটিলিটি খরচের মতো বিষয়গুলো বিশ্লেষণ করে প্রতিটি দেশের জন্য ১০-এর মধ্যে একটি ‘রিলোকেশন স্কোর’ নির্ধারণ করা হয়েছে।
২০২৪ সালে ওমানকে সবচেয়ে সাশ্রয়ী ট্যাক্স-ফ্রি দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর রিলোকেশন স্কোর ৭ দশমিক ৯২। ওমানে একটি অ্যাপার্টমেন্টের গড় মূল্য প্রতি বর্গমিটার ১০৮ ইউরো, আর মাসিক ভাড়া মাত্র ৪৩৯ ইউরো। দেশটিতে একজন ব্যক্তির জন্য মাসিক জীবনযাত্রার খরচ পড়বে ৬৯৯ ইউরো, সঙ্গে ইউটিলিটি বিল ৯৬ ইউরো। গড় মাসিক নিট আয় ২ হাজার ৫১ ইউরো হওয়ায় সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে ৮১৭ ইউরো সঞ্চয়ের সুযোগ আছে।
কুয়েত ৬ দশমিক ৪৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এখানে মাসিক জীবনযাত্রার খরচ ৭২০ ইউরো, ইউটিলিটি বিল মাত্র ৪৫ ইউরো ও গড় মাসিক ভাড়া ৭২১ ইউরো। গড় মাসিক নিট আয় ২ হাজার ৫৫২ ইউরো হওয়ায় মাসে আয় বেঁচে যাবে ১ হাজার ৬৬ ইউরো। তালিকায় ৬ দশমিক ৩৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে বাহরাইন। এটি অ্যাপার্টমেন্ট কেনার জন্য দ্বিতীয় সাশ্রয়ী দেশ; গড় ক্রয়মূল্য প্রতি বর্গমিটার ১৬১ ইউরো। জীবনযাত্রার খরচ ৭৮৮ ইউরো ও ইউটিলিটি বিল ১১৬ ইউরো।
তালিকার চতুর্থ স্থানে সংযুক্ত আরব আমিরাত। এখানে মাসিক জীবনযাত্রার গড় খরচ ৮৯৩ ইউরো এবং গড় মাসিক নিট আয় ৩ হাজার ২৩২ ইউরো। ভাড়া, ইউটিলিটি বিলসহ সব খরচ মেটানোর পর মাসিক বেঁচে যাবে ১ হাজার ২৩৭ ইউরো। পঞ্চম স্থানে আছে ব্রুনেই।
এদিকে সবচেয়ে সাশ্রয়ী করমুক্ত দেশের তালিকায় স্থান পেয়েছে জনপ্রিয় ছুটির গন্তব্য মালদ্বীপ ও বাহামাও। ৫ দশমিক ৩২ স্কোর নিয়ে মালদ্বীপ ষষ্ঠ স্থানে রয়েছে। এটি ভাড়ার ক্ষেত্রে তৃতীয় সাশ্রয়ী দেশ এবং মাসিক জীবনযাত্রার ব্যয়ে চতুর্থ স্থানে রয়েছে। তবে দেশটিতে গড় বেতন মাত্র ৮৬১ ইউরো, যা খরচ মেটানোর জন্য যথেষ্ট নয়। ফলে ৭০১ ইউরোর ঘাটতি থেকে যায়।
অষ্টম স্থানে থাকা বাহামায়ও গড় বেতন ভাড়া ও জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য পর্যাপ্ত নয়। এখানে মাসিক ব্যয় ১ হাজার ২৯৪ ও ভাড়া ১ হাজার ৪৪ ইউরো। গড় কর-পরবর্তী বেতন ১ হাজার ৭২৯ ইউরো, যা খরচ সামাল দিতে যথেষ্ট নয়।
মনাকো তালিকায় একমাত্র ইউরোপীয় দেশ, যা অষ্টম স্থানে রয়েছে এবং বাসিন্দাদের জন্য আয়ের ওপর কোনো কর নেই। এটি গড় নিট বেতনের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে, যা ৬ হাজার ৭১৮ ইউরো। তবে এখানকার ভাড়া সবচেয়ে বেশি (৪ হাজার ৬২৩ ইউরো) এবং মাসিক জীবনযাত্রার খরচ ১ হাজার ৯৭৭ ইউরো। মোট খরচের পর প্রবাসীদের ১৭৯ ইউরো ঘাটতি থাকে, তাই স্বাচ্ছন্দ্যে বসবাসের জন্য গড় বেতনের চেয়েও বেশি আয় প্রয়োজন।
এছাড়া ওশেনিয়ার ভানুয়াতু ২০২৪ সালের জন্য প্রবাসীদের সবচেয়ে কম সাশ্রয়ী করমুক্ত দেশ হিসেবে স্বীকৃত, যার স্কোর মাত্র ২ দশমিক ৮।