জাপানি ইয়েনের ব্যাপক দরপতন, ৩৪ বছরের মধ্যে সর্বনিম্ন

- প্রকাশের সময় : ০৬:২৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ১৩৭ বার পঠিত
আমেরিকান ডলারের বিপরীতে জাপানের মুদ্রা ইয়েনের দাম গত ৩৪ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে। তবে এর প্রভাবে দেশটির পুঁজিবাজারে চাঙাভাব দেখা গেছে।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এক ডলারের বিপরীতে ইয়েনের দাম কমে দাঁড়িয়েছে ১৫১ দশমিক ৯৭। যা ১৯৯০ সালের পর সর্বনিম্ন।
প্রতিবেদনে বলা হয়, ইয়েনের এই দরপতনের ফলে গুঞ্জন উঠেছে, সরকার মুদ্রার দাম স্থিতিশীল রাখতে বাজারে হস্তক্ষেপ করতে পারে। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েক দিন ধরে এমন গুঞ্জনের ব্যাপারে সতর্ক করে আসছিলেন।
দেশটির অর্থমন্ত্রী শুনিচি সুজুকি গণমাধ্যমকে বলেন, ‘আমরা বাজার পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে যেকোনো ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি ধীর গতিতে হলেও নীতিমালায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
তবে ইয়েন দুর্বল হওয়ায় জাপানের পুঁজিবাজারে এর প্রভাব পড়েছে। পুঁজিবাজারের সূচকগুলো ঊর্ধ্বমুখী। মুদ্রার দরপতনে দেশটির রপ্তানিকারকেরা উপকৃত হচ্ছেন। ১৭ বছরের মধ্যে ব্যাংক অব জাপান গত সপ্তাহে প্রথমবারের মতো সুদের হার বাড়িয়েছে। এরপরও ইয়েনের দাম কমল।
হককথা/নাছরিন