বিজ্ঞাপন :
ইন্দোনেশিয়ায় পাম অয়েলের মজুদ বেড়েছে

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৫:১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / ১০৬ বার পঠিত
বিশ্বে মোট পাম অয়েল উৎপাদনে ইন্দোনেশিয়ার উল্লেখযোগ্য হিস্যা রয়েছে। সম্প্রতি দেশটিতে ভোজ্যতেলটির উৎপাদন কমেছে। এর পরও ২০২৪ সালের নভেম্বরে মজুদ বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ। খবর বিজনেস রেকর্ডার।
ইন্দোনেশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশন জিএপিকেআই শুক্রবার এক বিবৃতিতে জানায়, নভেম্বরে ইন্দোনেশিয়ার পাম অয়েল মজুদের পরিমাণ ছিল ২৫ লাখ ৮০ হাজার টন। কারণ হিসেবে সংস্থাটি বলছে, রফতানির ধীরগতি উৎপাদন হ্রাসের প্রভাব প্রতিরোধ করেছে।
জিএপিকেআই আরো জানায়, গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার মোট পাম অয়েল উৎপাদনের পরিমাণ ছিল ৪৩ লাখ ৩০ হাজার টন। এটি অক্টোবরের ৪৪ লাখ ২০ হাজার টনের তুলনায় কম।
এছাড়া নভেম্বরে পরিশোধিতসহ মোট পাম অয়েলজাত পণ্যের রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেড়ে ২৬ লাখ ৪০ হাজার টন হয়েছে।