বিশ্ববাজারে ভারতের কফি বিক্রি ৫.৪% কমেছে
- প্রকাশের সময় : ০৬:৩২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ৪০ বার পঠিত
হককথা ডেস্ক : ভারত বিশ্ববাজারে ২০২৩ সালে ৩ লাখ ৭৭ হাজার টন কফি বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ কম। এর মূল কারণ রোবাস্তা কফি রফতানিতে ধস। সরকারি একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ২০২২ সালে ভারত ৩ লাখ ৯৮ হাজার টন কফি বিশ্ববাজারে বিক্রি করেছিল। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।
ভারত এশিয়ার তৃতীয় শীর্ষ কফি উৎপাদক ও রফতানিকারক। ভারতীয় কফি বোর্ডের সাম্প্রতিক তথ্য বলছে, ২০২৩ সালে দেশটি থেকে রোবাস্তা কফি রফতানি হয়েছে ১ লাখ ৮৭ হাজার টন, যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ কম। ২০২২ সালে রফতানির পরিমাণ ছিল ২ লাখ ২০ হাজার টন।
তবে ওই বছর অ্যারাবিকা কফির রফতানি আগের বছরের তুলনায় ৫ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ হাজার ৮৬৯ টনে, যা আগের বছর ছিল ৪৪ হাজার ৩০২ টন। ইনস্ট্যান্ট কফি রফতানি ৬ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ১ লাখ ৪২ হাজার টনে উন্নীত হয়েছে, যা আগের বছর ছিল ১ লাখ ৩৩ হাজার টন।
২০২৩ সালে ভারত মোট কফি রফতানি থেকে ৯ হাজার ৫৮০ কোটি ৫৮ লাখ রুপি আয় করেছে। পণ্যটির প্রধান রফতানি গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত, জার্মানি ও তুরস্ক।
বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, গত বছর কমলেও চলতি বছর বিশ্ববাজারে ভারতের কফি বিক্রি ১০ শতাংশ বাড়তে পারে। ইউরোপীয় দেশগুলোয় পণ্যটির চাহিদা বৃদ্ধি এক্ষেত্রে প্রভাবকের ভূমিকা পালন করেছে। পানীয় পণ্যটির বৈশ্বিক মূল্যবৃদ্ধি উৎপাদন বাড়াতে কৃষকদের আগ্রহী করে তুলছে।
হককথা/নাছরিন