নিউইয়র্ক ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সৎ ব্যবসায়ীদের প্রণোদনা, অসৎদের বিরুদ্ধে কঠোর হতে হবে: এনবিআরকে অর্থমন্ত্রী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:০০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • / ১২৪ বার পঠিত

আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া এবং অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বাড়তি রাজস্ব আদায়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীদের প্রণোদনা দিতে হবে। এ ছাড়া অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার রোধ করা কাস্টমসের অন্যতম দায়িত্ব।’ আমদানি-রপ্তানি বাণিজ্যের ব্যয় ও সময় কমিয়ে আনতে কাস্টমসের পূর্ণাঙ্গ অটোমেশনের দিকে জোর দিতে হবে বলে পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতি হলেও, আমাদের কর-জিডিপি অনুপাত সন্তোষজনক পর্যায়ে উন্নীত করতে পারিনি। জাতীয় রাজস্ব বোর্ডের প্রচেষ্টায় এটা সন্তোষজনক পর্যায়ে উন্নীত হবে।’ অনুষ্ঠানে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা দেওয়া হয় এনবিআর ও এর অধিভুক্ত দপ্তরের ১৭ কর্মকর্তা-কর্মচারী ও তিন প্রতিষ্ঠানকে।

এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সেমিনারে এনবিআর সদস্য মাসুদ সাদিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এনবিআরকে কার্যকর অটোমেশন করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সাত বছর আগে আমার প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) হিসেবে স্বীকৃতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি।’ এ ছাড়া বন্দরে কাস্টমস কর্তৃক বিভিন্ন অসংগতি তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আকতার ও এনবিআর সদস্য জাকিয়া সুলতানা প্রমুখ। সূত্র : আজকের পত্রিকা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সৎ ব্যবসায়ীদের প্রণোদনা, অসৎদের বিরুদ্ধে কঠোর হতে হবে: এনবিআরকে অর্থমন্ত্রী

প্রকাশের সময় : ০১:০০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া এবং অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বাড়তি রাজস্ব আদায়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীদের প্রণোদনা দিতে হবে। এ ছাড়া অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার রোধ করা কাস্টমসের অন্যতম দায়িত্ব।’ আমদানি-রপ্তানি বাণিজ্যের ব্যয় ও সময় কমিয়ে আনতে কাস্টমসের পূর্ণাঙ্গ অটোমেশনের দিকে জোর দিতে হবে বলে পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতি হলেও, আমাদের কর-জিডিপি অনুপাত সন্তোষজনক পর্যায়ে উন্নীত করতে পারিনি। জাতীয় রাজস্ব বোর্ডের প্রচেষ্টায় এটা সন্তোষজনক পর্যায়ে উন্নীত হবে।’ অনুষ্ঠানে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা দেওয়া হয় এনবিআর ও এর অধিভুক্ত দপ্তরের ১৭ কর্মকর্তা-কর্মচারী ও তিন প্রতিষ্ঠানকে।

এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সেমিনারে এনবিআর সদস্য মাসুদ সাদিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এনবিআরকে কার্যকর অটোমেশন করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সাত বছর আগে আমার প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) হিসেবে স্বীকৃতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি।’ এ ছাড়া বন্দরে কাস্টমস কর্তৃক বিভিন্ন অসংগতি তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আকতার ও এনবিআর সদস্য জাকিয়া সুলতানা প্রমুখ। সূত্র : আজকের পত্রিকা।