মূল্যস্ফীতি কমার প্রভাব বাজারে পড়বে: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
- প্রকাশের সময় : ০৯:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / ৬১ বার পঠিত
দেবরাজ দেব : দেশের বাজারে থাকা মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এর প্রভাব বাজারে পড়বে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সেই প্রভাব বাজারে পড়বে। তবে কিছুটা সময় লাগবে।’
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘মূল্যস্ফীতি কমলেও বাজারে সরবরাহ যাতে বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখবে মন্ত্রণালয়।’
দেশের প্রয়োজনীয় সংস্কারে ইউএনডিপি কারিগরি সহায়তা দিতে ইচ্ছুক বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এ গর্ভনর। তিনি বলেন, ‘ইউএনডিপির উন্নয়ন প্রকল্পগুলো কিভাবে চলবে সেই কর্মপন্থা নিয়ে কথা হয়েছে। বিগত প্রজেক্ট গুলো যাতে পরিচালিত হতে সমস্যা না হয় সেই ব্যাপারেও কথা হয়েছে।’
চাঁদাবাজির বিষয় নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজি তো প্রশাসনিক না। এখানে রাজনৈতিক ব্যাপার আছে। চাঁদাবাজমুক্ত করতে সময় লাগবে।’ সূত্র : এখন।