২৯ দিনেও রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে
- প্রকাশের সময় : ০১:৩৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ৫৭ বার পঠিত
চলতি মাসের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ৫১ লাখ যুক্তরাষ্ট্রের ডলার। তবে দেশে কার্যরত ৮টি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকও রয়েছে। রোববার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, মার্চের প্রথম ২৯ দিনে ৮টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে ১টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, ১টি বিশেষায়িত ব্যাংক এবং ৩টি করে বেসরকারি ও বিদেশি ব্যাংক আছে।
আলোচ্য সময়ে সরকারি ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক ও আইসিবি ইসলামি ব্যাংকে কোনো প্রবাসী আয় পৌঁছেনি।
এছাড়া আলোচিত সময়ে বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও কোনো রেমিট্যান্স আসেনি। মার্চের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ৫১ লাখ যুক্তরাষ্ট্রের ডলার। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৭৫ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৩ লাখ ৩ হাজার ডলার এসেছে।
তাছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৪ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে পৌঁছেছে ৭৪ লাখ ৩০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৬০ লাখ যুক্তরাষ্ট্রের ডলার। চলতি ২০২৩-২৪ অর্থবছরে যা সর্বোচ্চ।