আর্জেন্টিনায় বাড়তে পারে ভুট্টা আবাদ
- প্রকাশের সময় : ০৩:৪৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ৩৩ বার পঠিত
আর্জেন্টিনায় ভুট্টার আবাদযোগ্য জমির পরিমাণ বাড়তে পারে। দেশটির বুয়েনস এইরেস গ্রেইনস এক্সচেঞ্জ সম্প্রতি সংশোধিত এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
সংস্থাটির দেয়া পূর্বাভাস অনুযায়ী, আর্জেন্টিনায় সামনের মৌসুমে মোট ৬৬ লাখ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হতে পারে। আগের মৌসুমে যা ছিল ৬৩ লাখ হেক্টর।এদিকে ভু্ট্টার আবাদ বাড়লেও কমতে পারে সয়াবিন চাষ। এর আগে ১ কোটি ৮৪ লাখ হেক্টর জমিতে চাষের পূর্বাভাস দেয়া হলেও সম্প্রতি তা ২ হেক্টর কমিয়ে ১ কোটি ৮২ লাখ হেক্টরে নামিয়ে আনা হয়েছে।
বুয়েনস এইরেস গ্রেইনস এক্সচেঞ্জ জানিয়েছে, সয়াবিনের দাম কমার কারণে কৃষকরা বিকল্প ফসল চাষের দিকে ঝুঁকছেন। বিশ্বের অন্যতম শীর্ষ ভুট্টা ও সয়াবিনজাত পণ্য রফতানিকারক আর্জেন্টিনা। লাভজনক হওয়ায় দেশটির কৃষকরা একই জমিতে সয়াবিন ও ভুট্টা চাষ করেন। কোন ফসল কতটুকু জমিতে লাগাবেন, তা বাজার দর ও চাহিদা দেখে ঠিক করেন তারা। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার কৃষকরা সয়াবিনের জন্য নির্ধারিত মোট জমির ৮৫ শতাংশ এবং ভুট্টার জন্য নির্ধারিত জমির ৮১ শতাংশ চাষ শেষ করেছেন।
সংস্থাটি আরো জানিয়েছে, আর্জেন্টিনায় প্রায় ৮৯ শতাংশ গম জমি থেকে সংগ্রহ শেষ হয়েছে। চলতি মৌসুমে মোট ১৮৬ লাখ টন গম উৎপাদন হতে পারে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ বিপণন বর্ষে আর্জেন্টিনায় মোট ৪ কোটি ৮০ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে। এ সময় দেশটিতে সয়াবিন উৎপাদন হতে পারে ৫ কোটি ২০ লাখ টন। এ সময়ের মধ্যে অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ পৌঁছতে পারে ৪ কোটি ২০ লাখ টনে।