এক দিনেই ভারত থেকে এলো ৩৩২ টন আলু
- প্রকাশের সময় : ০৩:০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ৪৫ বার পঠিত
ভারত থেকে এক দিনেই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩৩২ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। আলুর বাজার স্বাভাবিক রাখতেই আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। শনিবার (৩০ মার্চ) ভারতীয় ১৩টি ট্রাকে ৩৩২ মেট্রিক টন আলু আমদানি করা হয়। এমআর এন্টারপ্রাইজসহ কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব আলু আমদানি করেছে। রবিবার হিলি বন্দরে আমদানীকৃত আলু প্রতি কেজি ৩১ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর হিলি বাজারে প্রতি কেজি দেশি আলু প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে।
আমদানিকারক মেসার্স মনোয়ার চৌধুরীর প্রতিনিধি রুবেল হোসেন জানান, ১ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় সরকার। এরপর আমদানিকারকরা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বন্দর দিয়ে আলু আমদানি করেন। কিন্তু আলু আমদানিতে লোকসান দেখা দেওয়ায় এক মাস আমদানি বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
তিনি আরো বলেন, এক মাস পর আলুর চাহিদা ও দাম বাড়ায় ৯ মার্চ থেকে আমদানিকারকরা ফের আলু আমদানি শুরু করেন। এর পর থেকে প্রতিদিনই হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি হচ্ছে। তবে শনিবার সবচেয়ে বেশি আলু আমদানি হয়েছে।
হিলি বাজারের আলু বিক্রেতা ময়নুল ইসলাম বলেন, হিলি বাজারে প্রতি কেজি দেশি আলু বিক্রি হচ্ছে প্রকারভেদে ৩৫ থেকে ৪০ টাকায়। তবে ভারতীয় আলু সব হিলির বাইরে চলে যাচ্ছে। স্থানীয় বাজারে দু-একজন অল্প করে নিয়ে এলেও বিক্রি কম হয়। ভারতীয় আলুর স্বাদ কম, তাই নিতে চায় না ক্রেতারা।
পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, শনিবার স্থলবন্দর দিয়ে ভারতীয় ১৩টি ট্রাকে ৩৩২ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে আলুগুলো দেশের বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছেন আমদানিকারকরা। সূত্র : কালের কণ্ঠ।