২৪ দিনে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার
- প্রকাশের সময় : ১১:৩৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ৬৮ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : এবার রমজানের শুরুতেই রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি মার্চ মাসের ২৪ তারিখ পর্যন্ত বৈধ বা ব্যাংকিং চ্যানেলে প্রায় ১৬০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। এ হিসাবে দৈনিক গড়ে ৬ কোটি ৬৬ লাখ ডলার এসেছে। গত বছরের মার্চে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছিল ৬ কোটি ডলারের মতো। চলমান ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে ২ বিলিয়ন ডলার ছাড়াবে রেমিট্যান্স।
আজ সোমবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মাসের প্রথম ২৪ দিনে ১৫৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার আমেরিকান ডলার রেমিট্যান্স এসেছে। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৯ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫৪ লাখ ৭০ হাজার আমেরিকান ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৬ কোটি ১৫ লাখ ৪০ হাজার ডলার এবং ৪৮ লাখ ৫০ হাজার আমেরিকান ডলার রেমিট্যান্স এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে।
আরোও পড়ুন । অর্থনীতিতে বড় ঝুঁকির শঙ্কা
এদিকে, আজ সোমবার (২৭ মার্চ) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, দীর্ঘ দিন প্রবাসী আয়ে নেতিবাচক ছিল, এখন ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। তবে যে হারে জনশক্তি রপ্তানি হচ্ছে সেই হারে রেমিট্যান্স দেশে আসছে না। বৈধপথে রেমিট্যান্স পাঠাতে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ সেবার বিনিময়ে দেশে রেমিট্যান্স আয় আনতে ফরম সি পূরণ করার শর্ত শিথিল করেছে। পাশাপাশি সেবা খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকদের ঘোষণা ছাড়াই সুযোগ দেওয়া হয়েছে ২০ হাজার আমেরিকান ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ফেব্রুয়ারিতে দেশে ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার আমেরিকান ডলার রেমিট্যান্স এসেছিলো। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত) মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪০১ কোটি ৩৩ লাখ আমেরিকান ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৩৪৩ কেটি ৮৫ লাখ আমেরিকান ডলার। আলোচ্য সময়ে বেশি এসেছে ৫৭ কোটি ৪৮ লাখ আমেরিকান ডলার রেমিট্যান্স। ২০২১-২২ অর্থবছরে মোট ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ আমেরিকান ডলার রেমিট্যান্স এসেছিল ।
সুমি/হককথা