১৯ কোটি ২০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- প্রকাশের সময় : ১২:২৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ১০১ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : বাংলাদেশকে ১৯ কোটি ২০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। দেশে উচ্চ শিক্ষিতদের চাহিদাভিত্তিক দক্ষতা বাড়ানোর একটি প্রকল্পের আওতায় এ ঋণ দেয়া হবে। বর্তমান মুদ্রা বিনিময় হার অনুযায়ী (১ ডলারে ১০৮ টাকা) বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৬২ কোটি টাকা। এই ঋণের জন্য ০.৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং ১.২৫ শতাংশ হারে সুদ দিতে হবে। ৫ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে। গতকাল রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব শরিফা খান এবং বিশ্বব্যাংক ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক চুক্তিতে স্বাক্ষর করেন।
বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ইআরডি জানায়, ‘হায়ার এডুকেশন একসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ শীর্ষক একটি প্রকল্পের জন্য এই ঋণ সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই প্রকল্পটি আগামী ২০২৮ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে।
আরোও পড়ুন। বেসিক ব্যাংক কেলেঙ্কারির অনেকেই পালিয়ে গেছেন
ইআরডি জানায়, দেশের উচ্চ শিক্ষিতদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি এবং নারী শিক্ষার হার বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রকল্পটি নেয়া হয়েছে। বাজার চাহিদাভিত্তিক শিক্ষা কোর্স প্রবর্তন, উচ্চ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ডিজিটাল সংযোগ বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা ও প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করা প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।এ ছাড়া প্রকল্পটির মাধ্যমে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের জন্য একাডেমিক ভবন নির্মাণ এবং মহিলা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আঞ্চলিক নেটওয়ার্ক স্থাপন করা হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংক ২০২২-২৩ অর্থবছরে এ পর্যন্ত মোট ৩৬০ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি দিয়েছে। এটি এক বছরে বাংলাদেশের জন্য বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ অর্থায়নের প্রতিশ্রুতি। সূত্র : মানবজমিন
সুমি/হককথা