নিউইয়র্ক ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রুশ গমের রফতানি মূল্য অব্যাহত কমছে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৩২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩৫ বার পঠিত

হককথা ডেস্ক : রাশিয়ান গমের রফতানি অব্যাহত কমছে। সবশেষ গত সপ্তাহেও দরপতন ছিল বাজার। তবে ইউরোপের অন্যান্য গ্রেডের তুলনায় রুশ গমের দাম এখনো বেশি। ফলে প্রতিযোগিতার বাজারে এটি পিছিয়ে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।

কৃষিপণ্যের বাজার পরামর্শক প্রতিষ্ঠান ইকার জানায়, গত সপ্তাহে ফ্রি অন বোর্ড চুক্তিতে (এফওবি) রাশিয়ার ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ গমের মার্চে সরবরাহ চুক্তির দাম ছিল টনপ্রতি ২২৪ ডলার, যা তার আগের সপ্তাহের তুলনায় ৪ ডলার কম।

সভেকন এগ্রিকালচার জানায়, রাশিয়া গত সপ্তাহে এফওবি চুক্তিতে প্রতি টন গম ২২৪-২৩০ ডলারে রফতানি করেছে। এর আগের সপ্তাহে যা ছিল ২৩০-২৩৮ ডলার।

রাশিয়ান গম সাধারণত ইউরোপের অন্যান্য গ্রেডের তুলনায় কম দামে রফতানি হয়। কিন্তু বর্তমানে এ প্রবণতায় ভিন্নতা দেখা দিয়েছে। গত সপ্তাহে ফ্রান্সের তুলনায় প্রতি টন রুশ গমের রফতানি মূল্য ছিল ৫-১৫ ডলার বেশি। তবে দাম কমলেও তা এখনো ইউরোপের সঙ্গে প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারেনি।

সভেকন আরো জানায়, রাশিয়াকে প্রতিযোগিতামূলক বাজারে রফতানি দাম আরো কমাতে হবে। এক্ষেত্রে প্রতি টন রফতানি করতে হবে ন্যূনতম ২১৪-২১৯ ডলারে।

রাশিয়া গত সপ্তাহে ৮ লাখ ৬০ হাজার টন খাদ্যশস্য রফতানি করেছে। আগের সপ্তাহে রফতানির পরিমাণ ছিল ১২ লাখ ৯০ হাজার টন। মোট খাদ্যশস্যের মধ্যে গম রফতানি করা হয়েছে ৭ লাখ ২০ হাজার টন, যা আগের সপ্তাহে ছিল ১০ লাখ ৩০ হাজার টন।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রুশ গমের রফতানি মূল্য অব্যাহত কমছে

প্রকাশের সময় : ০৭:৩২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

হককথা ডেস্ক : রাশিয়ান গমের রফতানি অব্যাহত কমছে। সবশেষ গত সপ্তাহেও দরপতন ছিল বাজার। তবে ইউরোপের অন্যান্য গ্রেডের তুলনায় রুশ গমের দাম এখনো বেশি। ফলে প্রতিযোগিতার বাজারে এটি পিছিয়ে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।

কৃষিপণ্যের বাজার পরামর্শক প্রতিষ্ঠান ইকার জানায়, গত সপ্তাহে ফ্রি অন বোর্ড চুক্তিতে (এফওবি) রাশিয়ার ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ গমের মার্চে সরবরাহ চুক্তির দাম ছিল টনপ্রতি ২২৪ ডলার, যা তার আগের সপ্তাহের তুলনায় ৪ ডলার কম।

সভেকন এগ্রিকালচার জানায়, রাশিয়া গত সপ্তাহে এফওবি চুক্তিতে প্রতি টন গম ২২৪-২৩০ ডলারে রফতানি করেছে। এর আগের সপ্তাহে যা ছিল ২৩০-২৩৮ ডলার।

রাশিয়ান গম সাধারণত ইউরোপের অন্যান্য গ্রেডের তুলনায় কম দামে রফতানি হয়। কিন্তু বর্তমানে এ প্রবণতায় ভিন্নতা দেখা দিয়েছে। গত সপ্তাহে ফ্রান্সের তুলনায় প্রতি টন রুশ গমের রফতানি মূল্য ছিল ৫-১৫ ডলার বেশি। তবে দাম কমলেও তা এখনো ইউরোপের সঙ্গে প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারেনি।

সভেকন আরো জানায়, রাশিয়াকে প্রতিযোগিতামূলক বাজারে রফতানি দাম আরো কমাতে হবে। এক্ষেত্রে প্রতি টন রফতানি করতে হবে ন্যূনতম ২১৪-২১৯ ডলারে।

রাশিয়া গত সপ্তাহে ৮ লাখ ৬০ হাজার টন খাদ্যশস্য রফতানি করেছে। আগের সপ্তাহে রফতানির পরিমাণ ছিল ১২ লাখ ৯০ হাজার টন। মোট খাদ্যশস্যের মধ্যে গম রফতানি করা হয়েছে ৭ লাখ ২০ হাজার টন, যা আগের সপ্তাহে ছিল ১০ লাখ ৩০ হাজার টন।

হককথা/নাছরিন