নিউইয়র্ক ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মন্দায় পড়বে বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ: আইএমএফ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / ২০ বার পঠিত

চলতি বছর বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দার কবলে পড়বে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল (১ জানুয়ারি) সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা এ তথ্য জানান। খবর-বিবিসির।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতিতে মন্থর গতির কারণেই মন্দা দেখা দিবে বলে ধারণা আইএমএফের।

গত বছরের চেয়ে ২০২৩ সাল আরো ‘কঠিন’ হবে -উল্লেখ করে ক্রিস্টালিনা জর্জিভা বলেন, আমরা ধারণা করছি, বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দার সম্মুখীন হবে। এমনকি যেসব দেশ মন্দার মুখোমুখি হয়নি, তারাও কয়েক লাখ মানুষের জন্য মন্দার সম্মুখীন হওয়ার মতো অনুভব করবে।

আইএমএফ বলছে, নতুন বছরের শুরুতে অর্থনীতিতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হবে চীন। যদিও দেশটি তার ‘শূন্য কোভিড’ নীতি থেকে সরে এসে বহু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ দিয়েছে। এদিকে এ নীতি থেকে সরে আসার ফলে দেশটিতে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড সংক্রমণের মাত্রাও।

ক্রিস্টালিনা জর্জিভা বলেন, সামনের কয়েক মাস চীনের জন্য অর্থনৈতিকভাবে বেশ কঠিন পরিস্থিতি তৈরি করবে, যা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব রাখবে। পাশাপাশি এমন পরিস্থিতি অঞ্চলটির সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও নেতিবাচক ধারা টেনে আনবে।

এর আগে, ২০২২ সালের অক্টোবরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়ে আনে আইএমএফ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার বাড়ানো ও ইউক্রেন যুদ্ধের কারণে পূর্বাভাস কমিয়ে আনে আইএমএফ।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উচ্চ সুদহার ও চীনে কোভিডের বিস্তার বৈশ্বিক অর্থনীতিতে চাপ প্রয়োগ করছে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মন্দায় পড়বে বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ: আইএমএফ

প্রকাশের সময় : ০৯:০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩

চলতি বছর বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দার কবলে পড়বে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল (১ জানুয়ারি) সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা এ তথ্য জানান। খবর-বিবিসির।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতিতে মন্থর গতির কারণেই মন্দা দেখা দিবে বলে ধারণা আইএমএফের।

গত বছরের চেয়ে ২০২৩ সাল আরো ‘কঠিন’ হবে -উল্লেখ করে ক্রিস্টালিনা জর্জিভা বলেন, আমরা ধারণা করছি, বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দার সম্মুখীন হবে। এমনকি যেসব দেশ মন্দার মুখোমুখি হয়নি, তারাও কয়েক লাখ মানুষের জন্য মন্দার সম্মুখীন হওয়ার মতো অনুভব করবে।

আইএমএফ বলছে, নতুন বছরের শুরুতে অর্থনীতিতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হবে চীন। যদিও দেশটি তার ‘শূন্য কোভিড’ নীতি থেকে সরে এসে বহু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ দিয়েছে। এদিকে এ নীতি থেকে সরে আসার ফলে দেশটিতে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড সংক্রমণের মাত্রাও।

ক্রিস্টালিনা জর্জিভা বলেন, সামনের কয়েক মাস চীনের জন্য অর্থনৈতিকভাবে বেশ কঠিন পরিস্থিতি তৈরি করবে, যা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব রাখবে। পাশাপাশি এমন পরিস্থিতি অঞ্চলটির সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও নেতিবাচক ধারা টেনে আনবে।

এর আগে, ২০২২ সালের অক্টোবরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়ে আনে আইএমএফ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার বাড়ানো ও ইউক্রেন যুদ্ধের কারণে পূর্বাভাস কমিয়ে আনে আইএমএফ।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উচ্চ সুদহার ও চীনে কোভিডের বিস্তার বৈশ্বিক অর্থনীতিতে চাপ প্রয়োগ করছে।