মন্দায় ডুবছে নিউজিল্যান্ড, আরো সুদহার কমানোর সম্ভাবনা
- প্রকাশের সময় : ০৪:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ২৪ বার পঠিত
নিউজিল্যান্ডের অর্থনীতি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মন্দার মুখে পড়েছে। এ সময় দেশটির জিডিপি পূর্বাভাসের চেয়ে অনেক বেশি হারে কমে গেছে। তাছাড়া আগের দুই প্রান্তিকের সংশোধিত প্রতিবেদনেও অর্থনৈতিক কার্যক্রম কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। এ অবস্থায় দেশটিতে দ্রুত সুদহার আরো কমানো হতে পারে। খবর রয়টার্স।
সম্প্রতি প্রকাশিত তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে নিউজিল্যান্ডের জিডিপি আগের প্রান্তিকের তুলনায় ১ শতাংশ কমে গেছে। এর আগে দশমিক ২ শতাংশ সংকোচনের পূর্বাভাস দেয়া হয়েছিল। জুনে শেষ হওয়া প্রান্তিকের সংশোধিত প্রতিবেদনে দেখা গেছে, সে সময় জিডিপি ১ দশমিক ১ শতাংশ কমে গিয়েছিল। টানা দুই প্রান্তিকে জিডিপির পতনকে ‘মন্দা’ হিসেবে বিবেচনা করা হয়। কভিড-১৯ মহামারী বাদ দিলে এটি ছিল ১৯৯১ সালের তীব্র মন্দার পর দুই প্রান্তিকে সর্বোচ্চ পতন।
এর আগে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর আর্থিক নীতির কারণে নিউজিল্যান্ডের মুদ্রার বিনিময় হার ২ দশমিক ২ শতাংশ কমে গিয়েছিল। সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার খবর প্রকাশের পর তা দুই বছরের সর্বনিম্ন দশমিক ৫৬ ডলারে নেমে এসেছে। চলতি বছর নিউজিল্যান্ডের সুদহার এরই মধ্যে ১২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা ধারণা করছেন, সুদহার আরো কমাবে। সুদহার সম্পর্কিত বাজার প্রত্যাশা পর্যবেক্ষণকারী টুল সোয়াপের তথ্যমতে, ফেব্রুয়ারিতে ৫০ বেসিস পয়েন্ট সুদহার কমানোর ৭০ শতাংশ সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালের শেষ নাগাদ সুদহার ৩ শতাংশে নামিয়ে আনা হতে পারে।
ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ অভিজিৎ সূর্য বলেন, ‘এটি পূর্বাভাসের চেয়েও মারাত্মক খারাপ পরিস্থিতি। অবস্থা বিবেচনায় আমরা এখন মনে করি, ফেব্রুয়ারিতে ৭৫ বেসিস পয়েন্ট সুদহার কাটছাঁটের ঝুঁকি রয়েছে। এমনকি রিজার্ভ ব্যাংক সুদহার নিরপেক্ষ নিচে নামাতে পারে, যা শেষ পর্যন্ত ২ দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনতে পারে।’ সূত্র : বণিক বার্তা।