বিদায়ি সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন কমেছে ১৬ শতাংশের বেশি
- প্রকাশের সময় : ০৬:১৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ৭৯ বার পঠিত
হককথা ডেস্ক : বিদায়ি সপ্তাহে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গড় লেনদেন কমেছে ১৬ শতাংশের বেশি। লেনদেনের পাশাপাশি প্রধান মূল্য সূচক ডিএসইএক্সও কমেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে বাজার মূলধনের ওপর।
বাজার সংশ্লিষ্টরা বলেছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করছে না। অনেকে শেয়ার বিক্রি করে দিচ্ছেন।
বিদায়ি সপ্তাহে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৩৫ কোটি ৫ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৫১৯ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৮৪ কোটি ৪৬ লাখ টাকা বা ১৬ দশমিক ২৬ শতাংশ। সপ্তাহ জুড়ে এই বাজারে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৭৫ কোটি ২৭ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ২ হাজার ৫৯৭ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসেবে মোট লেনদেন কমেছে ৪২২ কোটি ২৯ লাখ টাকা বা ১৬ দশমিক ২৬ শতাংশ । সত্র : দৈনিক ইত্তেফাক
হককথা/নাছরিন