বাংলাদেশ গ্রস রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক
- প্রকাশের সময় : ০৮:২১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ৭৮ বার পঠিত
হককথা ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রাবাজারে সংকট কাটাতে রিজার্ভ থেকে নিয়মিত ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। চলতি ২০২৩-২৪ অর্থবছরে ইতোমধ্যে সাড়ে ৪ বিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ধারাবাহিকভাবে কমছে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সূচকটি।
রোববার (১২ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, এখন দেশের গ্রস রিজার্ভ ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী তা ৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার কম।
অর্থাৎ বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী, দেশের বর্তমান গ্রস রিজার্ভ ২০ দশমিক ৭৮ বিলিয়ন। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে। তবে সেটা শুধু আইএমএফকে দেওয়া হয়, প্রকাশ করা হয় না।
সেই হিসাবে দেশের প্রকৃত রিজার্ভ এখন ১৬ বিলিয়ন ডলারের কাছাকাছি। এ দিয়ে কেবল তিন মাসের আমদানি খরচ মেটানো যাবে। সাধারণত, একটি দেশের ন্যূনতম ত্রৈমাসিকের পণ্য আমদানি ব্যয়ের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বর্তমানে শেষ প্রান্তে রয়েছে বাংলাদেশ।
মূলত, প্রতি মাসে গড়ে বিদেশ থেকে পণ্য কেনার জন্য ৬ বিলিয়ন ডলার খরচ করা হয়। সেই হিসাবে এ রিজার্ভ দিয়ে প্রায় তিন মাসের মতো আমদানি খরচ মেটাতে পারবে বাংলাদেশ। বিশ্বের বেশিরভাগ দেশে রিজার্ভ গণনায় আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি ব্যবহৃত হয়।বর্তমানে বাংলাদেশও সেই পদ্ধতি অনুসরণ করছে।
অর্থনীতি বিশ্লেষকরা বলেন, নিয়মিত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধ করছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ কমে গেছে। ফলে রিজার্ভ কমছেই। গত ২ বছরে প্রতি মাসেই রিজার্ভ গড়ে ১ বিলিয়ন ডলার করে কমেছে। সূত্র : চ্যানেল 24
হককথা/নাছরিন