দশ দিনে রেমিটেন্স এসেছে ৬ হাজার ৮৮১ কোটি টাকা
- প্রকাশের সময় : ১০:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ৯৭ বার পঠিত
রিজার্ভের প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সপ্রবাহের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে (১ থেকে ১০ ফেব্রুয়ারি) ৬৪ কোটি ৩১ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। সে হিসেবে প্রতিদিন গড়ে এসেছে ৬ কোটি ৪৩ লাখ ডলার।
রেমিট্যান্সে প্রতি ডলারের জন্য ১০৭ টাকা দিচ্ছে ব্যাংকগুলো। এ হিসাবে টাকার অঙ্কে এই ১০ দিনে ৬ হাজার ৮৮১ কোটি টাকা দেশে পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী সোয়া কোটি প্রবাসী, প্রতিদিন পাঠিয়েছেন ৬৮৮ কোটি টাকা।
সব মিলিয় চলতি ২০২২-২৩ অর্থবছরে ৭ মাস ১০ দিনে (২০২২ সালের ১ জুলাই থেকে ১০ ফেব্রুয়ারি) ১ হাজার ৩০৯ কোটি ৫২ লাখ (১৩.১০ বিলিয়ন) ডলার এসেছে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক। নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রায় ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা ছিল গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি। গত বছরের জানুয়ারির চেয়ে বেশি এসেছে প্রায় ১৫ শতাংশ। আর আগের মাস ডিসেম্বরের চেয়ে ১৫ দশমিক ২৫ শতাংশ বেশি।
আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্সপ্রবাহের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, ২০২৩ সালের প্রথম দ্বিতীয় মাস ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে যে ৬৪ কোটি ৬ লাখ ডলার দেশে এসেছে। যার মধ্যে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১৪ লাখ ডলার।
৪২টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ৫৪ কোটি ৮২ লাখ ডলার। আর ৯টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৮ লাখ ২০ লাখ ডলার। এর আগে, জানুয়ারিতে ১৯৬ কোটি (প্রায় ২ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। গত বছরের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা ১৭০ কোটি (১.৭০ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছিলেন।
অক্টোবর ও নভেম্বরে এসেছিল যথাক্রমে ১৫২ কোটি ৫৫ লাখ ও ১৫৯ কোটি ৫২ লাখ ডলার। সেপ্টেম্বরে এসেছিল ১৫৪ কোটি ডলার। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে অবশ্য ২০০ কোটি (২ বিলিয়ন) ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল। সূত্রঃ সাম্প্রিতক দেশকাল