ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর করার সুযোগ দিচ্ছে ডিএসসিসি
- প্রকাশের সময় : ০৩:৩২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ১৬০ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সদস্যদের অধিকতর সেবা দেওয়া ও বাণিজ্য সহজীকরণের অংশ হিসেবে পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু বা নবায়নের সুবিধা দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (৬ জুলাই) ‘ট্রেড লাইসেন্স সেবা বুথ স্থাপন’ কার্যক্রমের উদ্বোধনে প্রধান অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আরোও পড়ুন । প্রচ্ছদ অর্থনীতি শেয়ার বাজার মুদ্রানীতির ঘোষণার পর দিন পুঁজিবাজারে বড় উত্থান
ডিসিসিআই ভবনের ডিসিসিআই মিলনায়তনে দুই সপ্তাহব্যাপী ‘ট্রেড লাইসেন্স সেবা বুথ স্থাপন’ করেছে সংস্থাটি। ব্যবসায়ীদের উৎসাহিত করতে এবং প্রচারের লক্ষে এই সেবা বুথ স্থাপন করা হয়েছে। ব্যবসা করার জন্য অনুমতিপত্র বা ট্রেড লাইসেন্সের মেয়াদ এক বছরের। মেয়াদ শেষ হলে নবায়ন ফি দিয়ে আবারও লাইসেন্স নবায়ন করতে হয়। এতে ভোগান্তি পোহাতে হয় ব্যবসায়ীদের। ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করা হলে এমন যন্ত্রণা থেকে রেহাই পাবেন ব্যবসায়ীরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, এই বুথ স্থাপনের মাধ্যমে প্রথমবারের মতো পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু বা নবায়ন সুবিধা দেওয়া হচ্ছে। সূত্র : ঢাকা মেইল
বেলী/হককথা






















