ঈদে রেমিট্যান্সের পালে ভাটা
- প্রকাশের সময় : ০৩:২৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ৩৮ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : ঈদ উল ফিতরে কমেছে রেমিট্যান্স প্রবাহ। গত এপ্রিলে বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১৬৮ কোটি আমেরিকান ডলার (প্রায় ১৮ হাজার কোটি টাকা) সমপরিমাণের রেমিট্যান্স। চলতি বছরের মার্চ ও আগের বছরের এপ্রিলের তুলনায় এই অংক অনেক কম। মঙ্গলবার (২ মে) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে দেশে এসেছে ১৬৮ কোটি ৩৪ লাখ আমেরিকান ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার ১০৭ টাকা ধরে এই অর্থের পরিমাণ ১৮ হাজার কোটি টাকা। এই অংক আগের মাসের চেয়ে ৩ কোটি ৩৯ লাখ ডলার কম। যেখানে গত মার্চে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২৫ লাখ ডলার। পাশাপাশি আগের বছরের একই মাসের তুলনায়ও রেমিট্যান্স কমেছে ৩ কোটি ২৭ লাখ ডলার। যেখানে আগের বছর ঈদুল ফিতরের সময়ে (এপ্রিল ২০২২) রেমিট্যান্স এসেছিল ২০১ কোটি ৮ লাখ ডলার।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৪৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ৩৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ লাখ ৩০ হাজার আমেরিকান ডলার রেমিট্যান্স।
বেলী / হককথা