নিউইয়র্ক ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অর্থনীতিতে বড় ঝুঁকির শঙ্কা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / ৬৩ বার পঠিত

অর্থনীতি ডেস্ক : আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে নতুন করে বড় ঝুঁকির মুখে পড়েছে দেশের সার্বিক অর্থনীতি। তাদের শর্ত মানতে ইতোমধ্যে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম লাগামহীনভাবে বাড়ানো হয়েছে। এতে বেড়েছে সব ধরনের সেবা ও পণ্যের দাম। উৎপাদন ব্যয় বেশি মাত্রায় বাড়ায় শিল্প খাত পড়েছে বড় চ্যালেঞ্জের মুখে। নিম্নমুখী মূল্যস্ফীতির হার আবার ঊর্ধ্বমুখী হচ্ছে । ডলার সংকট আরও প্রকট হয়েছে। আমদানি কমিয়েও সংকট মোকাবিলা করা যাচ্ছে না, উলটো আরও বাড়ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। এখন নতুন করে শঙ্কার সৃষ্টি হয়েছে বৈদেশিক ঋণ পরিশোধ নিয়ে। এর মধ্যে স্বল্পমেয়াদি ঋণের চাপ সবচেয়ে বেশি।

সূত্র জানায়, বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে আগে থেকেই বাংলাদেশ সংকটের মুখে পড়ে। এ সংকট এখন আরও প্রকট হয়েছে। এতে ডলারের দাম বেড়ে গিয়ে টাকার মান কমে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের বাজারে সব ধরনের পণ্য ও সেবার দাম বাড়ে। এতে মূল্যস্ফীতির হার বেড়ে পয়েন্ট টু পয়েন্ট (আগের বছরের কোনো মাসের সঙ্গে চলতি বছরের একই মাসের তুলনা) ভিত্তিতে আগস্টে মূল্যস্ফীতির হার সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে উঠেছিল।

এক বছরের হিসাবে এ হার ৬ দশমিক ৬৬ শতাংশ। এরপর থেকে পয়েন্টু টু পয়েন্ট হিসাবে মূল্যস্ফীতির হার টানা ৫ মাস কমেছে। কিন্তু ফেব্রুয়ারিতে আবার বেড়েছে। আগামীতে এ হার আরও বাড়তে পারে। এদিকে এক বছরের গড় হিসাবে মূল্যস্ফীতির হার বেড়ে যাচ্ছে। পয়েন্ট টু পয়েন্ট হিসাবে জানুয়ারিতে এ হার কমে ৮ দশমিক ৫৭ শতাংশে নেমেছিল। যদিও ওই সময়ে প্রায় সব ধরনের পণ্য ও সেবার মূল্য বেড়েছে। ফেব্রুয়ারিতে তা বেড়ে ৮ দশমিক ৭৮ শতাংশে উঠেছে। জানুয়ারিতে এক বছরের হিসাবে গড় মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৯২ শতাংশ হয়েছে। ফেব্রুয়ারিতে তা আরও বেড়ে ৮ শতাংশ ছাড়িয়ে গেছে। দীর্ঘদিন ধরে এ হার ৫ থেকে ৬ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল।

আরোও পড়ুন। ভয়াবহ মন্দার শিকার হতে পারে বিশ্ব অর্থনীতি! নতুন বছরে সতর্কবার্তা আইএমএফ প্রধানের

এর কারণ হিসাবে জানা গেছে, শীতে সব ধরনের খাদ্যপণ্যের উৎপাদন বাড়ার কারণে সরবরাহ বাড়ে। এ কারণে এ সময়ে কিছু পণ্যের দাম কমে। এর মধ্যে রয়েছে-সবজি, আটা, পেঁয়াজ ইত্যাদি। এতে সাম্প্রতিক সময়ে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। তবে আগের কয়েক মাস এ হার বেশি হওয়ায় গড় হিসাবে বেড়েছে। এরই মধ্যে তিন দফায় বিদ্যুৎ ও দুই দফায় গ্যাসের দাম বাড়ানোর প্রভাবে এখন মূল্যস্ফীতির হার আবার ঊর্ধ্বমুখী হয়েছে। গত আগস্টে সরকারের একাধিক নীতিনির্ধারক বলেছিলেন, মূল্যস্ফীতির হার পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বাড়লে তা নিয়ে চিন্তিত নন। গড় হিসাবে বাড়লে চিন্তার কারণ। কিন্তু এখন গড় হিসাবে এ হার বাড়তে শুরু করেছে।

সূত্র জানায়, আইএমএফ’র ঋণের শর্ত বাস্তবায়ন করতে ভর্তুকি কমাতে সাম্প্রতিক সময়ে তিন দফায় বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে ১৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর আগে পাইকারি পর্যায়ে বাড়ানো হয়েছে ১৭ শতাংশ। গ্যাসের দাম দুদফায় গড়ে শত ভাগের বেশি বাড়ানো হয়েছে। গত বছরের আগস্টে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে ৪২-৫২ শতাংশ। এর প্রভাবে অন্যান্য প্রায় সব পণ্যে দাম বাড়ছে। এছাড়াও শীতের পর গ্রীষ্ম ও বর্ষায় খাদ্যপণ্যের সরবরাহ কমে গিয়ে দাম বাড়ে। একই সঙ্গে আইএমএফ’র শর্ত বাস্তবায়নের ফলে ডলারের দাম আরও কিছুটা বাড়বে, কমে যাবে টাকার মান। এসব মিলে আগামীতে মূল্যস্ফীতির হারে চাপ আরও বাড়তে পারে। এতে অর্থনীতিতে আবার নতুন করে বহুমুখী চাপ তৈরি হবে। ভোক্তার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। সরকারি খাতের ব্যয় বাড়বে। বৈদেশিক দায়দেনাও বাড়বে।

ডলার সংকট ও মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করতে আইএমএফ থেকে সরকার ৪৭০ কোটি ডলার ঋণ নিয়েছে। প্রতি ৬ মাস পরপর ছয় কিস্তিতে এ ঋণ দেওয়া হবে। এর মধ্যে ২ ফেব্রুয়ারি ঋণের প্রথম কিস্তি বাবদ প্রায় ৪৮ কোটি ডলার পেয়েছে। এতে রিজার্ভ সামান্য বাড়লেও এখন আবার কমে গেছে। রিজার্ভ এখন ৩ হাজার ১১৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। ব্যাপকভাবে আমদানি নিয়ন্ত্রণ ও বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ স্থগিত করে রিজার্ভ ওই পর্যায়ে ধরে রাখা হয়েছে। রোজা ও ঈদের কারণে আমদানি বাড়াতে হবে। একই সঙ্গে জুনের পর থেকে স্বল্পমেয়াদি ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। এ খাতে শুধু রপ্তানি শিল্পের ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে বকেয়া দেনা ১১৮ কোটি ডলার। মোট স্বল্পমেয়াদি ঋণ ১৬০০ কোটি ডলার। মোট বৈদেশিক ঋণের স্থিতি ৯৪০০ কোটি ডলার। স্বল্পমেয়াদি ঋণের বড় অংশই চলতি বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

আরোও পড়ুন। মন্দায় পড়বে বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ: আইএমএফ

আগামীতে আমদানি বৃদ্ধি ও বৈদেশিক ঋণ পরিশোধের চাপের কারণে ডলারের ওপরও চাপ বাড়বে। কারণ আমদানি বেশি দিন নিয়ন্ত্রণ করলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সংকুচিত হয়ে পড়বে। গত বছরের মার্চ থেকে আমদানি নিয়ন্ত্রণ করায় ইতোমধ্যে অনেক শিল্পের কাঁচামালের সংকটে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। গ্যাস, জ্বালানি তেল ও কয়লা আমদানি কমানোর ফলে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। আসন্ন গ্রীষ্ম মৌসুমে এ ঘাটতি চরম আকার ধারণ করতে পারে। এতে শিল্পোৎপাদন ব্যাহত ও জনভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে আইএমএফ’র ঋণেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তবে কিছুটা উপশম মিলেছে।

এদিকে ঋণের শর্ত বাস্তবায়ন করতে সরকার দ্রুত গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়েছে। আরও বাড়ানোর চাপ রয়েছে। এতে বিশেষ করে স্বল্প আয়ের মানুষের ওপর চাপ বেড়েছে। মানুষের চাহিদা কাটছাঁট করায় অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিও কমেছে। ফলে প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হবে। তবে আইএমএফ’র ঋণের বড় ইতিবাচক দিক হচ্ছে, আন্তর্জাতিক অন্যান্য সংস্থা ও বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের ওপর আস্থা পাবে। এতে অন্যান্য সংস্থার ঋণ ছাড় বাড়ার কথা। কিন্তু তা হচ্ছে না। এখন আইএমএফ’র পাশাপাশি বিশ্বব্যাংকও ঋণের শর্ত নিয়ে দর কষাকষি করছে। একই অবস্থা অন্যান্য সংস্থাগুলোর ক্ষেত্রেও।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শুধু ঋণ নিয়ে সার্বিক পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। রেমিট্যান্স বাড়াতে হবে। অর্থ পাচার বন্ধ করতে হবে। সেটি সম্ভব হচ্ছে না। আইএমএফ’র শর্ত বাস্তবায়নের ফলে সাধারণ ভোক্তার ওপর চাপ বাড়ছে। এতে সরকারও চাপে পড়ছে। ফলে পরিস্থিতি উলটো হচ্ছে। ভোক্তার ওপর চাপ বাড়াতে গিয়ে সরকার নিজেই চাপে পড়ছে। তিনি আরও বলেন-সেবার দাম, পণ্যমূল্য বৃদ্ধি, টাকার অবমূল্যায়নে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি থামানো যাবে না। এতে শিল্পোৎপাদনের গতি হ্রাস পাবে। বাড়বে দারিদ্র্য। যা অর্থনীতিকে আরও চাপে ফেলবে। এই সময়ে দরকার সমন্বিত ও সুদক্ষ ব্যবস্থাপনা। সেটির অভাব দেখা যাচ্ছে।

ডলারের জোগান বাড়াতে এখন পাচার বন্ধ করা জরুরি। হুন্ডি বন্ধ করে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ানোর পদক্ষে নেওয়াটা আরও জরুরি। কারণ বেশি দিন আমদানি নিয়ন্ত্রণ করলে অর্থনীতির যে বিকাশ ঘটেছে তা মুখ থুবড়ে পড়বে। সূত্র জানায়, আইএমএফ’র শর্ত বাস্তবায়ন নিয়েও সমস্যা দেখা দিয়েছে। তাদের শর্ত অনুযায়ী জুনের মধ্যে নিট রিজার্ভ ২ হাজার ৪০০ কোটি ডলারে উন্নীত করতে হবে। বর্তমানে নিট রিজার্ভ রয়েছে ২ হাজার ৩১৫ কোটি ডলার। এ থেকে চলতি মার্চ ও এপ্রিলে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা বাবদ কমপক্ষে ১০০ কোটি ডলার পরিশোধ করতে হবে মে মাসের প্রথম সপ্তাহে।

আরোও পড়ুন। যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীনে অর্থনীতি বেহাল! প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস বিশ্বব্যাংকের

মে ও জুনের দেনা শোধ করতে হবে জুলাইয়ের প্রথমে। ফলে রিজার্ভ আরও কমে যাবে। রিজার্ভ বাড়ানোর জন্য বৈদেশিক ঋণ খুব একটা কাজে আসছে না। বিদেশি বিনিয়োগের গতি মন্থর। বৈদেশিক অনুদানও ব্যাপকভাবে কমে গেছে। ইউরোপ ও আমেরিকায় মন্দার কারণে রপ্তানি আয় কমে যেতে পারে। কারণ ইতোমধ্যে রপ্তানির অর্ডার কমায় কাঁচামাল আমদানিও কমেছে। ফলে এখন রিজার্ভ বাড়াতে একমাত্র ভরসা রেমিট্যান্স বাড়ানো। গত দুই মাসে ধরে রেমিট্যান্সে নিম্নগতি থাকলেও রোজা ও ঈদের কারণে জুলাই পর্যন্ত তা বাড়তে পারে। তবে তা সংকট মোকাবিলার জন্য যথেষ্ট নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। সার্বিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে মন্দায় অন্য সবের মতো ঋণের চাহিদাও কমে যাচ্ছে। গত অর্থবছরের জুলাই-ডিসেম্বরে গ্রামের অপ্রাতিষ্ঠানিক শিল্পে ঋণ বিতরণ বেড়েছিল ৪৫ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে কমেছে ৬ দশমিক ৬১ শতাংশ। আদায় গত অর্থবছরে বেড়েছিল ৮ শতাংশ। এবার কমেছে সাড়ে ৫ শতাংশ। অর্থাৎ ঋণ পরিশোধও কমেছে।

রপ্তানি আয় ৫০০ কোটি ডলার অতিক্রম করেছে নভেম্বরে। ডিসেম্বরেও সেই ধারা ছিল। তবে ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে রপ্তানি আয় কমেছে। ফেব্রুয়ারিতে এ ধারা আরও কমে ৫০০ কোটি ডলারের নিচে নেমে এসেছে। আমদানি ডিসেম্বরে ৫৬৫ কোটি ডলারে ও এলসি খোলা ৫২৮ কোটি ডলারে নেমে এসেছে। জানুয়ারিতে আরও কমেছে। এর আগে মাসে গড়ে ৯০০ থেকে ৮০০ কোটি ডলারের এলসি খোলা হতো। আমদানি নিয়ন্ত্রণ করায় বাণিজ্য ঘাটতি ও বৈদেশিক মুদ্রার আয়-ব্যয়ের ঘাটতি বেশ কমেছে। গত অর্থবছরের জুলাই-ডিসেম্বরে বাণিজ্য ঘাটতি ছিল ১৫৭১ কোটি ডলার। চলতি অর্থবছরের একই সময়ে ঘাটতি কমে হয়েছে ১২৩০ কোটি ডলার। ঘাটতি কমেছে ৩৪১ কোটি ডলার বা ২১ দশমিক ৭০ শতাংশ। চলতি হিসাবে ঘাটতি এক হাজার কোটি ডলার থেকে কমে ৫০০ কোটি ডলারে নেমেছে। কিন্তু তারপরও ডলার বাজারে স্থিতিশীলতা আসেনি।

আইএমএফ’র শর্ত অনুযায়ী অচিরেই ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে। এতে এর দাম আরও বেড়ে টাকার মান কমিয়ে দেবে। যার প্রভাবে মূল্যস্ফীতিতে যেমন চাপ বাড়বে, তেমনি মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে। বেড়ে যাবে আমদানিসহ সব পণ্যের দাম। একই সঙ্গে বাড়বে বৈদেশিক দায়দেনার পরিমাণও। সরকারের ব্যয়ও বাড়িয়ে দেবে। গত এক বছরের শুধু ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে গত এক বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ২ লাখ কোটি টাকার বেশি।

সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

অর্থনীতিতে বড় ঝুঁকির শঙ্কা

প্রকাশের সময় : ১১:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

অর্থনীতি ডেস্ক : আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে নতুন করে বড় ঝুঁকির মুখে পড়েছে দেশের সার্বিক অর্থনীতি। তাদের শর্ত মানতে ইতোমধ্যে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম লাগামহীনভাবে বাড়ানো হয়েছে। এতে বেড়েছে সব ধরনের সেবা ও পণ্যের দাম। উৎপাদন ব্যয় বেশি মাত্রায় বাড়ায় শিল্প খাত পড়েছে বড় চ্যালেঞ্জের মুখে। নিম্নমুখী মূল্যস্ফীতির হার আবার ঊর্ধ্বমুখী হচ্ছে । ডলার সংকট আরও প্রকট হয়েছে। আমদানি কমিয়েও সংকট মোকাবিলা করা যাচ্ছে না, উলটো আরও বাড়ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। এখন নতুন করে শঙ্কার সৃষ্টি হয়েছে বৈদেশিক ঋণ পরিশোধ নিয়ে। এর মধ্যে স্বল্পমেয়াদি ঋণের চাপ সবচেয়ে বেশি।

সূত্র জানায়, বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে আগে থেকেই বাংলাদেশ সংকটের মুখে পড়ে। এ সংকট এখন আরও প্রকট হয়েছে। এতে ডলারের দাম বেড়ে গিয়ে টাকার মান কমে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের বাজারে সব ধরনের পণ্য ও সেবার দাম বাড়ে। এতে মূল্যস্ফীতির হার বেড়ে পয়েন্ট টু পয়েন্ট (আগের বছরের কোনো মাসের সঙ্গে চলতি বছরের একই মাসের তুলনা) ভিত্তিতে আগস্টে মূল্যস্ফীতির হার সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে উঠেছিল।

এক বছরের হিসাবে এ হার ৬ দশমিক ৬৬ শতাংশ। এরপর থেকে পয়েন্টু টু পয়েন্ট হিসাবে মূল্যস্ফীতির হার টানা ৫ মাস কমেছে। কিন্তু ফেব্রুয়ারিতে আবার বেড়েছে। আগামীতে এ হার আরও বাড়তে পারে। এদিকে এক বছরের গড় হিসাবে মূল্যস্ফীতির হার বেড়ে যাচ্ছে। পয়েন্ট টু পয়েন্ট হিসাবে জানুয়ারিতে এ হার কমে ৮ দশমিক ৫৭ শতাংশে নেমেছিল। যদিও ওই সময়ে প্রায় সব ধরনের পণ্য ও সেবার মূল্য বেড়েছে। ফেব্রুয়ারিতে তা বেড়ে ৮ দশমিক ৭৮ শতাংশে উঠেছে। জানুয়ারিতে এক বছরের হিসাবে গড় মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৯২ শতাংশ হয়েছে। ফেব্রুয়ারিতে তা আরও বেড়ে ৮ শতাংশ ছাড়িয়ে গেছে। দীর্ঘদিন ধরে এ হার ৫ থেকে ৬ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল।

আরোও পড়ুন। ভয়াবহ মন্দার শিকার হতে পারে বিশ্ব অর্থনীতি! নতুন বছরে সতর্কবার্তা আইএমএফ প্রধানের

এর কারণ হিসাবে জানা গেছে, শীতে সব ধরনের খাদ্যপণ্যের উৎপাদন বাড়ার কারণে সরবরাহ বাড়ে। এ কারণে এ সময়ে কিছু পণ্যের দাম কমে। এর মধ্যে রয়েছে-সবজি, আটা, পেঁয়াজ ইত্যাদি। এতে সাম্প্রতিক সময়ে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। তবে আগের কয়েক মাস এ হার বেশি হওয়ায় গড় হিসাবে বেড়েছে। এরই মধ্যে তিন দফায় বিদ্যুৎ ও দুই দফায় গ্যাসের দাম বাড়ানোর প্রভাবে এখন মূল্যস্ফীতির হার আবার ঊর্ধ্বমুখী হয়েছে। গত আগস্টে সরকারের একাধিক নীতিনির্ধারক বলেছিলেন, মূল্যস্ফীতির হার পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বাড়লে তা নিয়ে চিন্তিত নন। গড় হিসাবে বাড়লে চিন্তার কারণ। কিন্তু এখন গড় হিসাবে এ হার বাড়তে শুরু করেছে।

সূত্র জানায়, আইএমএফ’র ঋণের শর্ত বাস্তবায়ন করতে ভর্তুকি কমাতে সাম্প্রতিক সময়ে তিন দফায় বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে ১৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর আগে পাইকারি পর্যায়ে বাড়ানো হয়েছে ১৭ শতাংশ। গ্যাসের দাম দুদফায় গড়ে শত ভাগের বেশি বাড়ানো হয়েছে। গত বছরের আগস্টে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে ৪২-৫২ শতাংশ। এর প্রভাবে অন্যান্য প্রায় সব পণ্যে দাম বাড়ছে। এছাড়াও শীতের পর গ্রীষ্ম ও বর্ষায় খাদ্যপণ্যের সরবরাহ কমে গিয়ে দাম বাড়ে। একই সঙ্গে আইএমএফ’র শর্ত বাস্তবায়নের ফলে ডলারের দাম আরও কিছুটা বাড়বে, কমে যাবে টাকার মান। এসব মিলে আগামীতে মূল্যস্ফীতির হারে চাপ আরও বাড়তে পারে। এতে অর্থনীতিতে আবার নতুন করে বহুমুখী চাপ তৈরি হবে। ভোক্তার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। সরকারি খাতের ব্যয় বাড়বে। বৈদেশিক দায়দেনাও বাড়বে।

ডলার সংকট ও মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করতে আইএমএফ থেকে সরকার ৪৭০ কোটি ডলার ঋণ নিয়েছে। প্রতি ৬ মাস পরপর ছয় কিস্তিতে এ ঋণ দেওয়া হবে। এর মধ্যে ২ ফেব্রুয়ারি ঋণের প্রথম কিস্তি বাবদ প্রায় ৪৮ কোটি ডলার পেয়েছে। এতে রিজার্ভ সামান্য বাড়লেও এখন আবার কমে গেছে। রিজার্ভ এখন ৩ হাজার ১১৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। ব্যাপকভাবে আমদানি নিয়ন্ত্রণ ও বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ স্থগিত করে রিজার্ভ ওই পর্যায়ে ধরে রাখা হয়েছে। রোজা ও ঈদের কারণে আমদানি বাড়াতে হবে। একই সঙ্গে জুনের পর থেকে স্বল্পমেয়াদি ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। এ খাতে শুধু রপ্তানি শিল্পের ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে বকেয়া দেনা ১১৮ কোটি ডলার। মোট স্বল্পমেয়াদি ঋণ ১৬০০ কোটি ডলার। মোট বৈদেশিক ঋণের স্থিতি ৯৪০০ কোটি ডলার। স্বল্পমেয়াদি ঋণের বড় অংশই চলতি বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

আরোও পড়ুন। মন্দায় পড়বে বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ: আইএমএফ

আগামীতে আমদানি বৃদ্ধি ও বৈদেশিক ঋণ পরিশোধের চাপের কারণে ডলারের ওপরও চাপ বাড়বে। কারণ আমদানি বেশি দিন নিয়ন্ত্রণ করলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সংকুচিত হয়ে পড়বে। গত বছরের মার্চ থেকে আমদানি নিয়ন্ত্রণ করায় ইতোমধ্যে অনেক শিল্পের কাঁচামালের সংকটে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। গ্যাস, জ্বালানি তেল ও কয়লা আমদানি কমানোর ফলে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। আসন্ন গ্রীষ্ম মৌসুমে এ ঘাটতি চরম আকার ধারণ করতে পারে। এতে শিল্পোৎপাদন ব্যাহত ও জনভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে আইএমএফ’র ঋণেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তবে কিছুটা উপশম মিলেছে।

এদিকে ঋণের শর্ত বাস্তবায়ন করতে সরকার দ্রুত গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়েছে। আরও বাড়ানোর চাপ রয়েছে। এতে বিশেষ করে স্বল্প আয়ের মানুষের ওপর চাপ বেড়েছে। মানুষের চাহিদা কাটছাঁট করায় অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিও কমেছে। ফলে প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হবে। তবে আইএমএফ’র ঋণের বড় ইতিবাচক দিক হচ্ছে, আন্তর্জাতিক অন্যান্য সংস্থা ও বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের ওপর আস্থা পাবে। এতে অন্যান্য সংস্থার ঋণ ছাড় বাড়ার কথা। কিন্তু তা হচ্ছে না। এখন আইএমএফ’র পাশাপাশি বিশ্বব্যাংকও ঋণের শর্ত নিয়ে দর কষাকষি করছে। একই অবস্থা অন্যান্য সংস্থাগুলোর ক্ষেত্রেও।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শুধু ঋণ নিয়ে সার্বিক পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। রেমিট্যান্স বাড়াতে হবে। অর্থ পাচার বন্ধ করতে হবে। সেটি সম্ভব হচ্ছে না। আইএমএফ’র শর্ত বাস্তবায়নের ফলে সাধারণ ভোক্তার ওপর চাপ বাড়ছে। এতে সরকারও চাপে পড়ছে। ফলে পরিস্থিতি উলটো হচ্ছে। ভোক্তার ওপর চাপ বাড়াতে গিয়ে সরকার নিজেই চাপে পড়ছে। তিনি আরও বলেন-সেবার দাম, পণ্যমূল্য বৃদ্ধি, টাকার অবমূল্যায়নে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি থামানো যাবে না। এতে শিল্পোৎপাদনের গতি হ্রাস পাবে। বাড়বে দারিদ্র্য। যা অর্থনীতিকে আরও চাপে ফেলবে। এই সময়ে দরকার সমন্বিত ও সুদক্ষ ব্যবস্থাপনা। সেটির অভাব দেখা যাচ্ছে।

ডলারের জোগান বাড়াতে এখন পাচার বন্ধ করা জরুরি। হুন্ডি বন্ধ করে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ানোর পদক্ষে নেওয়াটা আরও জরুরি। কারণ বেশি দিন আমদানি নিয়ন্ত্রণ করলে অর্থনীতির যে বিকাশ ঘটেছে তা মুখ থুবড়ে পড়বে। সূত্র জানায়, আইএমএফ’র শর্ত বাস্তবায়ন নিয়েও সমস্যা দেখা দিয়েছে। তাদের শর্ত অনুযায়ী জুনের মধ্যে নিট রিজার্ভ ২ হাজার ৪০০ কোটি ডলারে উন্নীত করতে হবে। বর্তমানে নিট রিজার্ভ রয়েছে ২ হাজার ৩১৫ কোটি ডলার। এ থেকে চলতি মার্চ ও এপ্রিলে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা বাবদ কমপক্ষে ১০০ কোটি ডলার পরিশোধ করতে হবে মে মাসের প্রথম সপ্তাহে।

আরোও পড়ুন। যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীনে অর্থনীতি বেহাল! প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস বিশ্বব্যাংকের

মে ও জুনের দেনা শোধ করতে হবে জুলাইয়ের প্রথমে। ফলে রিজার্ভ আরও কমে যাবে। রিজার্ভ বাড়ানোর জন্য বৈদেশিক ঋণ খুব একটা কাজে আসছে না। বিদেশি বিনিয়োগের গতি মন্থর। বৈদেশিক অনুদানও ব্যাপকভাবে কমে গেছে। ইউরোপ ও আমেরিকায় মন্দার কারণে রপ্তানি আয় কমে যেতে পারে। কারণ ইতোমধ্যে রপ্তানির অর্ডার কমায় কাঁচামাল আমদানিও কমেছে। ফলে এখন রিজার্ভ বাড়াতে একমাত্র ভরসা রেমিট্যান্স বাড়ানো। গত দুই মাসে ধরে রেমিট্যান্সে নিম্নগতি থাকলেও রোজা ও ঈদের কারণে জুলাই পর্যন্ত তা বাড়তে পারে। তবে তা সংকট মোকাবিলার জন্য যথেষ্ট নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। সার্বিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে মন্দায় অন্য সবের মতো ঋণের চাহিদাও কমে যাচ্ছে। গত অর্থবছরের জুলাই-ডিসেম্বরে গ্রামের অপ্রাতিষ্ঠানিক শিল্পে ঋণ বিতরণ বেড়েছিল ৪৫ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে কমেছে ৬ দশমিক ৬১ শতাংশ। আদায় গত অর্থবছরে বেড়েছিল ৮ শতাংশ। এবার কমেছে সাড়ে ৫ শতাংশ। অর্থাৎ ঋণ পরিশোধও কমেছে।

রপ্তানি আয় ৫০০ কোটি ডলার অতিক্রম করেছে নভেম্বরে। ডিসেম্বরেও সেই ধারা ছিল। তবে ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে রপ্তানি আয় কমেছে। ফেব্রুয়ারিতে এ ধারা আরও কমে ৫০০ কোটি ডলারের নিচে নেমে এসেছে। আমদানি ডিসেম্বরে ৫৬৫ কোটি ডলারে ও এলসি খোলা ৫২৮ কোটি ডলারে নেমে এসেছে। জানুয়ারিতে আরও কমেছে। এর আগে মাসে গড়ে ৯০০ থেকে ৮০০ কোটি ডলারের এলসি খোলা হতো। আমদানি নিয়ন্ত্রণ করায় বাণিজ্য ঘাটতি ও বৈদেশিক মুদ্রার আয়-ব্যয়ের ঘাটতি বেশ কমেছে। গত অর্থবছরের জুলাই-ডিসেম্বরে বাণিজ্য ঘাটতি ছিল ১৫৭১ কোটি ডলার। চলতি অর্থবছরের একই সময়ে ঘাটতি কমে হয়েছে ১২৩০ কোটি ডলার। ঘাটতি কমেছে ৩৪১ কোটি ডলার বা ২১ দশমিক ৭০ শতাংশ। চলতি হিসাবে ঘাটতি এক হাজার কোটি ডলার থেকে কমে ৫০০ কোটি ডলারে নেমেছে। কিন্তু তারপরও ডলার বাজারে স্থিতিশীলতা আসেনি।

আইএমএফ’র শর্ত অনুযায়ী অচিরেই ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে। এতে এর দাম আরও বেড়ে টাকার মান কমিয়ে দেবে। যার প্রভাবে মূল্যস্ফীতিতে যেমন চাপ বাড়বে, তেমনি মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে। বেড়ে যাবে আমদানিসহ সব পণ্যের দাম। একই সঙ্গে বাড়বে বৈদেশিক দায়দেনার পরিমাণও। সরকারের ব্যয়ও বাড়িয়ে দেবে। গত এক বছরের শুধু ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে গত এক বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ২ লাখ কোটি টাকার বেশি।

সুমি/হককথা