চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
- প্রকাশের সময় : ০৬:০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ৬৮ বার পঠিত
হককথা ডেস্ক : বিশ্বের প্রথম দেশ হিসেবে চিকুনগুনিয়ার টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দেশটির খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ) এ অনুমোদন দেয়।
জানা গেছে, ইউরোপের ভালনেভা কোম্পানি টিকাটি তৈরি করেছে। বাজারে এই টিকার নাম হবে ইক্সচিক। ১৮ এবং তার বেশি বয়সি মানুষদের মধ্যে যারা চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন, তাদের জন্য এ টিকার অনুমোদন দেওয়া হয়েছে। টিকাটি ধীরে ধীরে বিশ্বের নানা দেশে পাওয়া যাবে।
চিকুনগুনিয়া একটি ভাইরাস, যা মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। চিকুনগুনিয়ায় আক্রান্তদের উপসর্গ হলো জ্বর ও অস্থিসন্ধিতে ব্যথা। আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে চিকুনগুনিয়ার প্রকোপ বেশি। চিকুনগুনিয়াকে উদীয়মান বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে এফডিএ।
১৯৫২ সালে আফ্রিকার দেশ তানজানিয়ায় সর্বপ্রথম চিকুনগুনিয়া শনাক্ত হয়। এরপর নতুন নতুন অঞ্চলে চিকুনগুনিয়া ভাইরাস ছড়াতে থাকে। বর্তমানে বিশ্বের ১৫০টির বেশি দেশ ও অঞ্চলে ভাইরাসটি শনাক্ত হয়েছে। গত ১৫ বছরে বিশ্বে ৫০ লাখের বেশি মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। সূত্র : এএফপি
হককথা/নাছরিন