ভাড়ায় পাওয়া যেত ইউরোপের যে দেশ
 
																
								
							
                                - প্রকাশের সময় : ০৪:৪৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ২২৫ বার পঠিত
বর্তমানে বাড়ি-গাড়িসহ নিত্যপ্রয়োজনীয় অনেক কিছুই ভাড়া পাওয়া যায়। তবে পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে, যেটিকে কিছুদিন আগ পর্যন্ত ভাড়ায় পাওয়া যেত। অবিশ্বাস্য মনে হলেও সেই দেশটির নাম লিচেনস্টাইন। ইউরোপের ছোট এ দেশটিতে রাত্রিযাপনের জন্য ২০১১ সাল পর্যন্ত ভাড়ায় পাওয়া যেত। তবে বর্তমানে সেই নিয়ম বদলে গেছে।
জানা গেছে, জনপ্রিয় বুকিং সংস্থা এয়ারবিএনবি লিচেনস্টাইনকে এক সময় তালিকাভুক্ত করেছিল। একটি বিপণন ও প্রযোজনা সংস্থার সহযোগিতায় পুরো দেশটি ভাড়া দেওয়া হত। তবে লিচেনস্টাইন ভাড়া করা সাধারণ ব্যাপার ছিল না। যখন কেউ দেশটি ভাড়া করতেন, তখন সেই অতিথির জন্য বিরাট আয়োজন করতো স্থানীয় প্রশাসন।
অতিথির আগমন উপলক্ষে দেশজুড়ে উৎসব, রাস্তা চিনতে যেন অসুবিধা না হয় তাই বড় বড় পোস্টার লাগানো হত। অতিথিকে দেশের গুরুত্বপূর্ণ সব জায়গায় প্রবেশাধিকার দেওয়া হত, যেখানে সাধারণ মানুষকে ঢুকতে পারে না।
রাজার পক্ষ থেকেও অতিথির জন্য থাকত বিশেষ ব্যবস্থা। ব্যক্তিগত অনুষ্ঠানের পাশাপাশি আল্পস পর্বতের উপর আতশবাজির প্রদর্শনের আয়োজন করা হত। রাজা নিজেও অতিথি আপ্যায়নের জন্য ওই সব অনুষ্ঠানে উপস্থিত থাকতেন।
তবে অনেকে ইচ্ছে করলেও দেশটিকে ভাড়া করতে পারতেন না। দেরিতে বুকিং করায় বিখ্যাত র্যাপ গায়ক স্নুপ ডগ দেশটি ভাড়া করতে ব্যর্থ হয়েছিলেন। মাত্র ১৬০ বর্গ কিলোমিটারের দেশটির জনসংখ্যা ৪০ হাজারের বেশি। লিচেনস্টাইন এমন একটি দেশ, যার কোনো ঋণ নেই। সূত্র : দেশ রূপান্তর।
 
																			
























