নিউইয়র্ক ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সেন্ট্রাল ফ্লোরিডা থেকে সাহিত্য সাময়িকী ‘একতারা’ প্রকাশিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:১০:০০ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • / ৬৭৪ বার পঠিত

ফ্লোরিড: সেন্ট্রাল ফ্লোরিডা থেকে প্রথম বারের মত একটি নিয়মিত সাহিত্য পত্রিকা প্রকাশ করার ঘোষনা দিয়েছেন চৌধুরী এহসান । তারই ধারাবাহিকতায় বাংলা নতুন বছরে একতারা নামের সাহিত্য পত্রিকাটির প্রথম সংখা প্রকাশিত হয়েছে ১৫ এপ্রিল। সেন্ট্রাল ফ্লোরিডায় ক্রমবর্ধমান হারে প্রবাসীদের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় নানা জায়গা থেকে প্রবাসী কবি সাহিত্যিক ও সাংবাদিকরা সেন্ট্রাল ফ্লোরিডার ওরলান্ডোয় বসতি স্থাপন করছেন। সেন্ট্রাল ফ্লোরিডায় দীর্ঘ দিন থেকে নানা দিবসে সাময়িকী বের হয়ে আসছে, বিভিন্ন সংগঠন তাদের নানা অনুষ্ঠানে ম্যাগাজিন প্রকাশ করে থাকে, সেখানে বেশ কিছু প্রবাসী লেখার সুযোগ পান। বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ নানা দিবসে ম্যাগাজিন প্রকাশ করে থাকে ।
পুর্বে আমেরিকা থেকে ম্যাগাজিন প্রকাশিত হলেও বর্তমানে বাংলাদেশ থেকে ছাপা হয়ে সেন্ট্রাল ফ্লোরিডায় ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে জাতীয় দিবস বা বর্ষবরন সহ নানা উপলক্ষে। সেন্টাল ফ্লোরিডা থেকে একমাত্র অনলাইন পত্রিকা প্রবাসের নিউজ ডট কম প্রকাশিত হলেও নিয়মিত প্রিন্ট পাবলিকেশন না থাকায় ওরলান্ডোয় লেখক ও কবিদের ছাপা পত্রিকা বা ম্যাগাজিনের শুন্যতা দীর্ঘদিনের। চৌধুরী এহসান তার একতারা মাসিক নিয়মিত প্রকাশ করার প্রত্যয় ব্যক্ত করায় প্রবাসী ওরলান্ডোবাসী সাধুবাধ জানিয়েছেন। সম্পাদক চৌধুরী এহসান-এর সাথে নৈপথ্যে সহযোগীতা করছেন ওরলান্ডোর আরেকজন খ্যাতনামা লেখক জাহান রীমা। জাহান রীমা প্রবাসের নিউজ সহ নানা অনলাইনে লিখে থাকেন। একতারা নামের সাহিত্য সাময়িকীর প্রথম সংখ্যায় কবিতা লিখেছেন আখতারুজ্জামান আজাদ, রাশিদুল বারী, সুজন সুপান্থ, নীলাঞ্জনা সাহা, জাহান রীপা, হাবিবুল্লাহ নাসরীন, চৌধুরী এহসান। প্রবন্ধ লিখেছেন চৌধুরী এহসান, জাহান রীমা, স্বকৃত নোমান, রুদ্র গোস্মামী, জয়নুল আবেদীন, ফাহমিদা দৃষ্টি, সাদাত হোসাইন, জাজাফী, জসিম মল্লিক, সেজান মাহমুদ ও রাজিব হাসান ।
একতারা সাহিত্য সামিয়িকীর উপদেষ্টা হিসাবে আছেন কাজী আসিফ, আওরংজেব, শামীম চৌধুরী, জাবেদ কাজী, হাবিব চৌধুরী, মোহাম্মদ হোসাইন শাহিন, মোজাম্মেল হোসাইন, আশিক চৌধুরী মুন্না, রফিকুল হক খছরু, রেহমান খন্দকার, সাজ্জাদ চৌধুরী ও শাহ এম সজল প্রমুখ। ৩৪ পৃষ্ঠার ৪ রংয়ের প্রচ্ছদের একতারা উদ্ভোধনী সংখ্যায় স্পন্সর হিসাবে আছে বাংলা বাজার, মিলেনিয়াম ট্রাভেলস, হাসান কনসালটিং, চাট হাউস, কম্পিউটার এন্ড সারভিলেন্স প্রেস ইনক, ডিজেল এন্ড গ্যাস (এ ফ্লিট সার্ভিসেস ওরলান্ডো), আপনা বাজার ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

সেন্ট্রাল ফ্লোরিডা থেকে সাহিত্য সাময়িকী ‘একতারা’ প্রকাশিত

প্রকাশের সময় : ০৭:১০:০০ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০১৭

ফ্লোরিড: সেন্ট্রাল ফ্লোরিডা থেকে প্রথম বারের মত একটি নিয়মিত সাহিত্য পত্রিকা প্রকাশ করার ঘোষনা দিয়েছেন চৌধুরী এহসান । তারই ধারাবাহিকতায় বাংলা নতুন বছরে একতারা নামের সাহিত্য পত্রিকাটির প্রথম সংখা প্রকাশিত হয়েছে ১৫ এপ্রিল। সেন্ট্রাল ফ্লোরিডায় ক্রমবর্ধমান হারে প্রবাসীদের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় নানা জায়গা থেকে প্রবাসী কবি সাহিত্যিক ও সাংবাদিকরা সেন্ট্রাল ফ্লোরিডার ওরলান্ডোয় বসতি স্থাপন করছেন। সেন্ট্রাল ফ্লোরিডায় দীর্ঘ দিন থেকে নানা দিবসে সাময়িকী বের হয়ে আসছে, বিভিন্ন সংগঠন তাদের নানা অনুষ্ঠানে ম্যাগাজিন প্রকাশ করে থাকে, সেখানে বেশ কিছু প্রবাসী লেখার সুযোগ পান। বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ নানা দিবসে ম্যাগাজিন প্রকাশ করে থাকে ।
পুর্বে আমেরিকা থেকে ম্যাগাজিন প্রকাশিত হলেও বর্তমানে বাংলাদেশ থেকে ছাপা হয়ে সেন্ট্রাল ফ্লোরিডায় ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে জাতীয় দিবস বা বর্ষবরন সহ নানা উপলক্ষে। সেন্টাল ফ্লোরিডা থেকে একমাত্র অনলাইন পত্রিকা প্রবাসের নিউজ ডট কম প্রকাশিত হলেও নিয়মিত প্রিন্ট পাবলিকেশন না থাকায় ওরলান্ডোয় লেখক ও কবিদের ছাপা পত্রিকা বা ম্যাগাজিনের শুন্যতা দীর্ঘদিনের। চৌধুরী এহসান তার একতারা মাসিক নিয়মিত প্রকাশ করার প্রত্যয় ব্যক্ত করায় প্রবাসী ওরলান্ডোবাসী সাধুবাধ জানিয়েছেন। সম্পাদক চৌধুরী এহসান-এর সাথে নৈপথ্যে সহযোগীতা করছেন ওরলান্ডোর আরেকজন খ্যাতনামা লেখক জাহান রীমা। জাহান রীমা প্রবাসের নিউজ সহ নানা অনলাইনে লিখে থাকেন। একতারা নামের সাহিত্য সাময়িকীর প্রথম সংখ্যায় কবিতা লিখেছেন আখতারুজ্জামান আজাদ, রাশিদুল বারী, সুজন সুপান্থ, নীলাঞ্জনা সাহা, জাহান রীপা, হাবিবুল্লাহ নাসরীন, চৌধুরী এহসান। প্রবন্ধ লিখেছেন চৌধুরী এহসান, জাহান রীমা, স্বকৃত নোমান, রুদ্র গোস্মামী, জয়নুল আবেদীন, ফাহমিদা দৃষ্টি, সাদাত হোসাইন, জাজাফী, জসিম মল্লিক, সেজান মাহমুদ ও রাজিব হাসান ।
একতারা সাহিত্য সামিয়িকীর উপদেষ্টা হিসাবে আছেন কাজী আসিফ, আওরংজেব, শামীম চৌধুরী, জাবেদ কাজী, হাবিব চৌধুরী, মোহাম্মদ হোসাইন শাহিন, মোজাম্মেল হোসাইন, আশিক চৌধুরী মুন্না, রফিকুল হক খছরু, রেহমান খন্দকার, সাজ্জাদ চৌধুরী ও শাহ এম সজল প্রমুখ। ৩৪ পৃষ্ঠার ৪ রংয়ের প্রচ্ছদের একতারা উদ্ভোধনী সংখ্যায় স্পন্সর হিসাবে আছে বাংলা বাজার, মিলেনিয়াম ট্রাভেলস, হাসান কনসালটিং, চাট হাউস, কম্পিউটার এন্ড সারভিলেন্স প্রেস ইনক, ডিজেল এন্ড গ্যাস (এ ফ্লিট সার্ভিসেস ওরলান্ডো), আপনা বাজার ।