নিউইয়র্ক ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাংবাদিক শিরিনকে গুলি করার কথা ‘স্বীকার’ ইসরাইলের!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৪৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • / ১৩৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি- যুক্তরাষ্ট্রের সাংবাদিক শিরিন আবু আকলেহের ‘দুর্ঘটনাবশত’ ইসরাইলি সেনাবাহিনীর ছোড়া গুলিতে নিহত হওয়ার ‘উচ্চ সম্ভাবনা’ রয়েছে বলে জানিয়েছে তেল আবিব। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে এই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো অপরাধ বিষয়ক তদন্ত শুরু করবে না বলেও জানিয়েছে ইসরাইল।

ইসরাইলি কর্তৃপক্ষ স্থানীয় সময় সোমবার বিকেলে হত্যাকাণ্ডের বিষয়ে তাদের নিজস্ব তদন্তের ফলাফল প্রকাশ করেছে। সেখানেই এই বিষয়গুলো উঠে এসেছে। চলতি বছরের ১১ মে জেনিনে ইসরাইলি বাহিনীর একটি অভিযানের সংবাদ সংগ্রহ করতে যান শিরিন আবু আকলেহ ও অন্যান্য সাংবাদিকরা। এ সময় শিরিনের মুখে এসে আঘাত করে একটি বুলেট। সেই একটি বুলেটের আঘাতেই মৃত্যু হয় তার।

শিরিন ১৯৯৭ সাল থেকে আল জাজিরার হয়ে কাজ করেছিলেন। তিনি তার রিপোর্টে তুলে আনার চেষ্টা করেছেন ফিলিস্তিনের ওপর ইসরাইলের নিগ্রহের বিষয়টি। শিরিনের মুখে যখন গুলি লাগে তখন তিনি হেলমেট ও প্রেস লেখা জ্যাকেট পরে ছিলেন। প্রত্যক্ষদর্শী, আল জাজিরা, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের অসংখ্য তদন্তে বলা হয়েছে যে একজন ইসরাইলি সেনা আবু আকলেহকে হত্যা করেছে।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সাংবাদিক শিরিনকে গুলি করার কথা ‘স্বীকার’ ইসরাইলের!

প্রকাশের সময় : ০৮:৪৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি- যুক্তরাষ্ট্রের সাংবাদিক শিরিন আবু আকলেহের ‘দুর্ঘটনাবশত’ ইসরাইলি সেনাবাহিনীর ছোড়া গুলিতে নিহত হওয়ার ‘উচ্চ সম্ভাবনা’ রয়েছে বলে জানিয়েছে তেল আবিব। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে এই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো অপরাধ বিষয়ক তদন্ত শুরু করবে না বলেও জানিয়েছে ইসরাইল।

ইসরাইলি কর্তৃপক্ষ স্থানীয় সময় সোমবার বিকেলে হত্যাকাণ্ডের বিষয়ে তাদের নিজস্ব তদন্তের ফলাফল প্রকাশ করেছে। সেখানেই এই বিষয়গুলো উঠে এসেছে। চলতি বছরের ১১ মে জেনিনে ইসরাইলি বাহিনীর একটি অভিযানের সংবাদ সংগ্রহ করতে যান শিরিন আবু আকলেহ ও অন্যান্য সাংবাদিকরা। এ সময় শিরিনের মুখে এসে আঘাত করে একটি বুলেট। সেই একটি বুলেটের আঘাতেই মৃত্যু হয় তার।

শিরিন ১৯৯৭ সাল থেকে আল জাজিরার হয়ে কাজ করেছিলেন। তিনি তার রিপোর্টে তুলে আনার চেষ্টা করেছেন ফিলিস্তিনের ওপর ইসরাইলের নিগ্রহের বিষয়টি। শিরিনের মুখে যখন গুলি লাগে তখন তিনি হেলমেট ও প্রেস লেখা জ্যাকেট পরে ছিলেন। প্রত্যক্ষদর্শী, আল জাজিরা, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের অসংখ্য তদন্তে বলা হয়েছে যে একজন ইসরাইলি সেনা আবু আকলেহকে হত্যা করেছে।
হককথা/এমউএ