নিউইয়র্ক ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাংবাদিক মতিউর রহমান চৌধুরী অসুস্থ : দোয়া কামনা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬
  • / ১৫৫৪ বার পঠিত

ঢাকা: দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেয়া হয়েছে। গত ২৮ ডিসেম্বর বুধবার হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক জটিলতার বিষয়ে চিকিৎসকরা স্পষ্ট কোনো ধারণা না দিতে পারায় তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। শনিবার (৩১ ডিরসম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককে নেয়া হয়।
প্রখ্যাত সাংবাদিক মতিউর রহমান চৌধুরী কিছু দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। লন্ডন থেকে চিকিৎসা শেষে গত ২২ ডিসেম্বর তিনি দেশে ফিরেন। গত ২৬ ডিসেম্বর বড় ভাই, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মুজিবুর রহমান চৌধুরীর আকস্মিক মৃত্যুতে অনেকটা ভেঙে পড়েন এই সাংবাদিক। শোকাহত অবস্থায় হঠাৎ অসুস্থতাবোধ করলে বুধবার তাকে হাসপাতালে নেয়া হয়। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
এদিকে মতিউর রহমান চৌধুরীর সুস্থতা কামনা করে শনিবার ঢাকাস্থ মানবজমিন কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মানবজমিনের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। দোয়া মাহফিলে মতিউর রহমান চৌধুরীর সুস্থতা ও আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মতিউর রহমান চৌধুরীর সুস্থতা কামনায় শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত হয়েছে। অপরদিকে তার সুস্থ্যতা কামনায় যুক্তরাজ্যের ১৪টি মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মতিউর রহমান চৌধুরীর আত্মীয়-স্বজন ও শুভান্যধায়ীরা এ দোয়া মাহফিলের আয়োজন করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রেও তার সুস্থ্যতা কামনা করে কয়েকটি মসজিদে দোয়া মাহফিল হয়েছে।
বার্তা সংস্থা ইউএনএ জানায়, সাংবাদিক মতিউর রহমানের সুস্থ্যতা কামনায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এক সভায় বিশেষ দোয়া করা হয়। গত ৩০ ডিসেম্বর শুক্রবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক ডা. ওয়াজেদ এ খান এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

সাংবাদিক মতিউর রহমান চৌধুরী অসুস্থ : দোয়া কামনা

প্রকাশের সময় : ০৭:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬

ঢাকা: দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেয়া হয়েছে। গত ২৮ ডিসেম্বর বুধবার হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক জটিলতার বিষয়ে চিকিৎসকরা স্পষ্ট কোনো ধারণা না দিতে পারায় তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। শনিবার (৩১ ডিরসম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককে নেয়া হয়।
প্রখ্যাত সাংবাদিক মতিউর রহমান চৌধুরী কিছু দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। লন্ডন থেকে চিকিৎসা শেষে গত ২২ ডিসেম্বর তিনি দেশে ফিরেন। গত ২৬ ডিসেম্বর বড় ভাই, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মুজিবুর রহমান চৌধুরীর আকস্মিক মৃত্যুতে অনেকটা ভেঙে পড়েন এই সাংবাদিক। শোকাহত অবস্থায় হঠাৎ অসুস্থতাবোধ করলে বুধবার তাকে হাসপাতালে নেয়া হয়। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
এদিকে মতিউর রহমান চৌধুরীর সুস্থতা কামনা করে শনিবার ঢাকাস্থ মানবজমিন কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মানবজমিনের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। দোয়া মাহফিলে মতিউর রহমান চৌধুরীর সুস্থতা ও আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মতিউর রহমান চৌধুরীর সুস্থতা কামনায় শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত হয়েছে। অপরদিকে তার সুস্থ্যতা কামনায় যুক্তরাজ্যের ১৪টি মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মতিউর রহমান চৌধুরীর আত্মীয়-স্বজন ও শুভান্যধায়ীরা এ দোয়া মাহফিলের আয়োজন করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রেও তার সুস্থ্যতা কামনা করে কয়েকটি মসজিদে দোয়া মাহফিল হয়েছে।
বার্তা সংস্থা ইউএনএ জানায়, সাংবাদিক মতিউর রহমানের সুস্থ্যতা কামনায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এক সভায় বিশেষ দোয়া করা হয়। গত ৩০ ডিসেম্বর শুক্রবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক ডা. ওয়াজেদ এ খান এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস।