নিউইয়র্ক: জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও আন্তর্জাতিক বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, জগলুল আহমেদ চৌধুরী বাংলাদেশ সময় শনিবার রাত আটটায় ঢাকার কারওয়ান বাজার এলাকায় বাস থেকে নামার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)।
ড.এ.কে আব্দুল মোমেন তাঁর শোক বাণীতে বলেন, জগলুল আহমেদ চৌধুরী ছিলেন বাংলাদেশের সাংবাদিকতা জগতে একজন অনুকরণীয় আদর্শ ব্যক্তিত্ব। প্রায় চারদশকের সম্পর্কের স্মৃতিচারণ করে ড. মোমেন বলেন, তিনি ছিলেন সত্যানুসন্ধানি সাংবাদিক। তিনি তার লেখনির মাধ্যমে প্রতিটি মানুষের আদর্শিক ব্যক্তিত্বকে জাগিয়ে দিতে চেষ্টা করতেন। তিনি আরো বলেন, মরহুম জগলুল আহমেদ চৌধুরী সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত রাখলেও জাতীয় সঙ্কটে সবসময়ই দায়িত্বপূর্ণ ভূমিকা রাখতেন। তিনি ন্যায়ের পক্ষে সদা সর্বদা ছিলেন অনঢ়। তাঁর অনুপস্থিতিতে আমাদের সাংবাদিকতা অঙ্গনে বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তবে তাঁর আদর্শিক লেখনী আমাদের প্রয়োজনের মুহুর্তে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে বলে আমার বিশ্বাস।