নিউইয়র্ক ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বর্তমান কমিটির মেয়াদ আরো এক বছর বর্ধিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০১৬
  • / ৯৭১ বার পঠিত

নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় ক্লাবের চলমান পরিস্থিতির আলোকে এবং বৃহত্তর স্বার্থে বর্তমান কমিটির মেয়াদ আরো এক বছর (২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত) বর্ধিত করা সহ কতিপয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ এবং নতুন কর্মসূচী নেয়া হয়েছে।
সিটির জ্যাকসন হাইটস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে (সাপ্তাহিক দেশ বাংলা/বাংলা টাইমস মিলনায়তন) ২৪ মার্চ বৃহস্প্রতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় উপরোক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ। খবর ইউএনএ’র।
ক্লাব সূত্রে জানা গেছে, প্রেসক্লাবের সভার শুরুতে বাংলাদেশের মহান স্বাধীনতার মাসে গভীর শ্রদ্ধার সাথে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো এবং সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এরপর সাধারণ সম্পাদক ক্লাবের চলমান পরিস্থিতি সভায় তুলে ধরেন। পরবর্তীতে উপস্থিত ক্লাব সদস্যবৃন্দ এবং একাধিক সদস্য টেলিকনফারেন্সের মাধ্যমে বর্তমান কমিটির মেয়াদ আরো এক বছর (ডিসেম্বর-২০১৬ পর্যন্ত) বর্ধিত করার সিদ্ধান্ত নেন। এছাড়া বর্তমান কার্যকরী পরিষদের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ শেখ সিরাজুল ইসলামকে ভারমুক্ত করে পূর্ণ মর্যাদায় কোষাধ্যক্ষ এবং কার্যকরী পরিষদের অন্যতম সদস্য খন্দকার আব্দুল কাইয়ুম-এর স্থলে ক্লাব সদস্য মমিনুল ইসলাম মজুমদারকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক ইতিপূর্বে গঠিত ক্লাবের তিন সদস্যের নির্বাচন কমিশনও আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত বহাল থাকবে।
NYB Press Club-2সভায় ক্লাবের উল্লেখযোগ্য কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সিনিয়র সহ সভাপতি তাসের মাহমুদ, সহ সভাপতি রিমন ইসলাম, যুগ্ম সম্পাদক আলমগীর সরকার, কোষাধ্যক্ষ শেখ সিরাজুল ইসলাম, সদস্য হাবিবুর রহমান, মমিনুল ইসলাম মজুমদার, শিবলী চৌধুরী কায়েস, সামিউল ইসলাম প্রমুখ উপস্থিত এবং আবিদুর রহমান ছাড়াও পেনসেলভেনিয়ায় বসবাসকারী নিয়াজ মাখদুম, ম্যারীল্যান্ডে বসবাসকারী মোস্তাফিজুর রহমান পারভেজ প্রমুখ টেলিকনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন এবং সভার সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষণ করেন।
সভায় ক্লাব সদস্যদের মধ্যকার ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রতি আরো জোরদার করার লক্ষ্যে কয়েকটি অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয়। এসব অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ১৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় বাংলা নববর্ষ-১৪২৩ পালন, আগামী ২৮ মে শনিবার ফ্লাশিং মেডো পার্কে বারবারকিউ পার্টির আয়োজন ছাড়াও সুবিধাজনক সময়ে সাংবাদিকতা বিষয় কর্মশালা ও বিষয় ভিত্তিক সেমিনারের আয়োজন করা।
বাংলা নববর্ষ পালন ও বারবারকিউ পার্টি সফল করতে শেখ সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং আলমগীর সরকার ও মমিনুল ইসলাম মজুমদারকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বর্তমান কমিটির মেয়াদ আরো এক বছর বর্ধিত

প্রকাশের সময় : ১২:৪৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০১৬

নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় ক্লাবের চলমান পরিস্থিতির আলোকে এবং বৃহত্তর স্বার্থে বর্তমান কমিটির মেয়াদ আরো এক বছর (২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত) বর্ধিত করা সহ কতিপয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ এবং নতুন কর্মসূচী নেয়া হয়েছে।
সিটির জ্যাকসন হাইটস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে (সাপ্তাহিক দেশ বাংলা/বাংলা টাইমস মিলনায়তন) ২৪ মার্চ বৃহস্প্রতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় উপরোক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ। খবর ইউএনএ’র।
ক্লাব সূত্রে জানা গেছে, প্রেসক্লাবের সভার শুরুতে বাংলাদেশের মহান স্বাধীনতার মাসে গভীর শ্রদ্ধার সাথে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো এবং সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এরপর সাধারণ সম্পাদক ক্লাবের চলমান পরিস্থিতি সভায় তুলে ধরেন। পরবর্তীতে উপস্থিত ক্লাব সদস্যবৃন্দ এবং একাধিক সদস্য টেলিকনফারেন্সের মাধ্যমে বর্তমান কমিটির মেয়াদ আরো এক বছর (ডিসেম্বর-২০১৬ পর্যন্ত) বর্ধিত করার সিদ্ধান্ত নেন। এছাড়া বর্তমান কার্যকরী পরিষদের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ শেখ সিরাজুল ইসলামকে ভারমুক্ত করে পূর্ণ মর্যাদায় কোষাধ্যক্ষ এবং কার্যকরী পরিষদের অন্যতম সদস্য খন্দকার আব্দুল কাইয়ুম-এর স্থলে ক্লাব সদস্য মমিনুল ইসলাম মজুমদারকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক ইতিপূর্বে গঠিত ক্লাবের তিন সদস্যের নির্বাচন কমিশনও আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত বহাল থাকবে।
NYB Press Club-2সভায় ক্লাবের উল্লেখযোগ্য কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সিনিয়র সহ সভাপতি তাসের মাহমুদ, সহ সভাপতি রিমন ইসলাম, যুগ্ম সম্পাদক আলমগীর সরকার, কোষাধ্যক্ষ শেখ সিরাজুল ইসলাম, সদস্য হাবিবুর রহমান, মমিনুল ইসলাম মজুমদার, শিবলী চৌধুরী কায়েস, সামিউল ইসলাম প্রমুখ উপস্থিত এবং আবিদুর রহমান ছাড়াও পেনসেলভেনিয়ায় বসবাসকারী নিয়াজ মাখদুম, ম্যারীল্যান্ডে বসবাসকারী মোস্তাফিজুর রহমান পারভেজ প্রমুখ টেলিকনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন এবং সভার সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষণ করেন।
সভায় ক্লাব সদস্যদের মধ্যকার ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রতি আরো জোরদার করার লক্ষ্যে কয়েকটি অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয়। এসব অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ১৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় বাংলা নববর্ষ-১৪২৩ পালন, আগামী ২৮ মে শনিবার ফ্লাশিং মেডো পার্কে বারবারকিউ পার্টির আয়োজন ছাড়াও সুবিধাজনক সময়ে সাংবাদিকতা বিষয় কর্মশালা ও বিষয় ভিত্তিক সেমিনারের আয়োজন করা।
বাংলা নববর্ষ পালন ও বারবারকিউ পার্টি সফল করতে শেখ সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং আলমগীর সরকার ও মমিনুল ইসলাম মজুমদারকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।