প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্র্যান্ট বিরোধী উদ্যোগ আমেরিকার সুদুর প্রসারী অর্থনৈতিক উন্নয়নের পরিপন্থী
- প্রকাশের সময় : ০১:৪১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭
- / ৮২০ বার পঠিত
নিউইয়র্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ইমিগ্র্যান্টদের সংখ্যা হ্রাসের যে উদ্যোগ গ্রহণ করেছেন তা আমেরিকার সুদুরপ্রসারী অর্থনৈতিক উন্নয়নের পরিপন্থী বলে মন্তব্য করেছেন আমেরিকার অন্যতম প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রীট জার্নালের গ্লোবাল ইকোনমিক্স এডিটর ও পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক জন হিলসেনরাথ। গত ১১ মে বৃহস্পতিবার ম্যানহাটানের একটি অডিটরিয়ামে ওয়াল স্ট্রীট জার্নালের আয়োজনে দি ফেস অফ রিয়েল নিউজ শীর্ষক এক আলোচনাসভায় তিনি আরো বলেন, আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে দক্ষ এবং উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল প্রয়োজন। আমেরিকার উন্নয়নে ইমিগ্র্যান্টদের ভুমিকা খাটো করে দেখার কোন সুযোগ নেই। অথচ প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্র্যান্টবিরোধী যে অবস্থান গ্রহণ করেছেন তার নেতিবাচক প্রভাব পড়বে আমেরিকার অর্থনীতিতে। ওয়াল স্ট্রীট জার্নালের এডিটর ইন চীফ মি জেরার্ড বেকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরো অংশ নেন ওয়াল স্ট্রীট জার্নালের অনুসন্ধানী সাংবাদিক টিমের সদস্য জন কারেরু, পার্সোনাল টেকনোলজী বিষয়ক কলাম লেখক জিওফ্রে ফাউলার, মার্জার এবং একুইজেশন বিষয়ক সংবাদদাতা ডানা মাতিওলি, ওয়াশিংটন বুরোর এক্সিকিউটিভ এডিটর ও চীফ কমেন্টেটর জেরাল্ড সীব ও পার্সোনাল টেকনোলজী বিষয়ক কলামিষ্ট জোয়ানা স্টার্ন।
আলোচকগণ তাঁদের বক্তব্যে ওয়াল স্ট্রীট জার্নাল যেভাবে সংবাদ সংগ্রহ, তত্য-উপাত্ত যাচাই-বাছাই ও সংবাদ পরিবেশনার আইনগত দিকও খুটিয়ে দেখার পর সংবাদটি পরিবেশন করেন তা বিস্তারিত ব্যাখ্যা করেন। ওয়াল স্ট্রীট জার্নালের অনুসন্ধানী সাংবাদিক টিমের সদস্য জন কারেরু বলেন, কোন কোন অনুসসন্ধানী প্রতিবেদন এর ব্যাপারে প্রথম টিপস পাওয়ার পর থেকে সংবাদপত্রের পাতায় খবরটি ছাপা হতে মাঝে মধ্যে ৬ থেকে ৯ মাস সময় পর্যন্ত লেগে যায়।
এক সময়ে ইরানে আটক হয়ে ৭দিন জেলখাটা বর্তমানে ওয়াশিংটন বুরোর এক্সিকিউটিভ এডিটর ও চীফ কমেন্টেটর জেরাল্ড সীব বলেন, সাংবাদিকতা আজকের বিশ্বে খুবই ঝুঁকিপুর্ণ পেশা। বিশেষ করে সাংবাদিকরা খুব সহজেই গুপ্তচর হিসেবে অভিযুক্ত হতে পারেন এবং তা ঠেকাতে তাঁদের উচিত কোন একটি বিশেষ দল বা গোষ্ঠির সাথে সংবাদের প্রয়োজনের চাইতে বেশি সম্পৃক্ত না হওয়া। তিনি বলেন, সাংবাদিকতায় পক্ষালম্বন আজকের দিনে খুবই বেড়ে যাচ্ছে যার ফলে সংবাদমাধ্যম আস্থা হারাচ্ছে।
অনুষ্ঠানের সঞ্চালক ওয়াল স্ট্রীট জার্নালের এডিটর ইন চীফ মি জেরার্ড বেকার বলেন, সাংবাদিকতা আজ অনেক পরিশ্রমসাধ্য পেশা। তাঁর ত্রিশবছরের সাংবাদিকতা জীবনে অনেক মিডিয়ার সাথেই তাঁর কাজ করার সুযোগ হয়েছিল উল্লেখ করে তিনি বলেন ওয়াল স্ট্রীট জার্নাল একটি অত্যন্ত উঁচুমানের পেশাদার সংবাদপত্র। সংবাদ প্রকাশে সত্যতা যাচাইয়ের পর সে সংবাদ পরিবেশনে ওয়াল স্ট্রীট জার্নাল কারো চাপ, হুমকি কিংবা ভয়ভীতির কাছে নতি স্বীকার করেনা। পাঠকদের ফীডব্যাকও তাঁদের কাছে খুবই গুরুত্বপুর্ণ এবং অনেক সংবাদের প্রাথমিক সূত্র তাঁরা পাঠকদের কাছেই পেয়ে থাকেন।
নিউইয়র্ক: ওয়াল স্ট্রীট জার্নালের এডিটর ইন চীফ মি জেরার্ড বেকারের সাথে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান
আলোচনা অনুষ্ঠান শেষে রিসিপশান মি: মি জেরার্ড বেকারের সাথে কথা হয় সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসানের। আলাপচারিতায় তিনি কম্যুনিটি সাংবাদিকতার গুরুত্ব অনেক বলে উল্লেখ করেন এবং বাংলাদেশের সংবাদের ব্যাপারে ওয়াল স্ট্রীট জার্নাল সবসময় খুবই আগ্রহী। বাংলাদেশের অর্থনীতি বিশেষ করে গার্মেন্টস ইন্ডাষ্ট্রীর বিষয়ে বেশ কয়েকটি সংবাদ সম্প্রতি ওয়াল স্ট্রীট জার্নালে প্রকাশিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। (সাপ্তাহিক পরিচয়)