পাঠকের হাতে দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের সেপ্টেম্বর সংখ্যা
- প্রকাশের সময় : ১২:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / ৮৬ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক থেকে প্রকাশিত ব্যতিক্রমী ইংরেজী ম্যাগাজিন ‘দ্য নিউইয়র্ক এডিটোরিয়াল’-এর সেপ্টেম্বর সংখ্যা এখন পাঠকের হাতে। বৈচিত্রময় লেখা, প্রতিবেদন ও নিবন্ধের সমাবেশ ঘটেছে এই সংখ্যায়। এতে লিখেছেন, সাক্ষাৎকার দিয়েছেন সুপরিচিত ব্যবসায়ী, বিচারক, আইনজীবীসহ অনেকেই। খবর ইউএনএ’র।
এবারের সংখ্যায় প্রাধান্য পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল এবং নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে মানুষের প্রত্যাশা। কোন প্রেক্ষাপটে গণঅভ্যুত্থান ঘটল, কেন মানুষ রোষে ফেটে পড়ল, কী কারণে বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন ড. মুহাম্মদ ইউনূস, তাঁর ওপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষোভ ও সেই ক্ষোভের কারণে নোবেলজয়ী এই অধ্যাপককে কীভাবে হেনস্তা করা হয়েছে- সবই উঠে এসেছে এই সংখ্যায়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, সরেজমিন প্রতিবেদনসহ নানা লেখায় ভরে উঠেছে সংস্করণটি।
শুধু বাংলাদেশই নয়, নিউইয়র্কের স্থানীয় ইস্যুসহ যুক্তরাষ্ট্র ও গোটা বিশ্বের নানা ইস্যু নিয়ে বিশ্লেষণী প্রতিবেদন এই সংখ্যায় ঠাঁই পেয়েছে। নিউইয়র্কের আবাসন খাতে চলমান সংকট নিয়ে প্রতিবেদনের পাশাপাশি আছে এই খাতে বিনিয়োগকারী বাংলাদেশী ব্যবসায়ীর সাক্ষাৎকার। আছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে প্রতিবেদন, সাক্ষাৎকার। এসবের বাইরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনসহ আন্তর্জাতিক বিষয়াদি নিয়েও বিশ্লেষণী প্রতিবেদন রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত এই সাময়িকী নিয়মিত প্রকাশ হচ্ছে প্রতি মাসে। পাঠকের চাহিদা বুঝে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, সাক্ষাৎকার, নিবন্ধ দিয়ে সাজানো হয় প্রতিটা সংস্করণ। বাংলাদেশী মালিকানাধীন আইজে ভেঞ্চার্স ইনকরপোরেট সাময়িকীটি প্রকাশ করছে। সাময়িকীর ডিজিটাল ভার্সন পড়া যাবে যঃঃঢ়ং://ড়হষরহব.ভষরঢ়যঃসষ৫.পড়স/ীভপপা/ুললড়/#ঢ়=৬৪ ওয়েবসাইটে।
দ্য নিউইয়র্ক এডিটোরিয়াল’র প্রধান সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম সনি। সম্পাদক সালমা জাহান। এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রাকিবুল ইসলাম। ম্যানেজিং এডিটর মুহাম্মদ আনিসুল কবির জেসির এবং সহকারী সম্পাদক হিসেবে শানিলা জাহান দায়িত্ব পালন করছেন।