নিউইয়র্কের ৯টি সাপ্তাহিকের সম্পাদকদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৩:৪২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮
- / ৪৪৫ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক থেকে প্রকাশিত ৯টি সাপ্তাহিকের সম্পাদক/প্রকাশকদের নিয়মিত মাসিক বৈঠক গত সোমবার (৫ নভেম্বর) জ্যাকসন হাইটস এর দেশবাংলা/বাংলা টাইমস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বৈঠকে পুর্বনির্ধারিত কিছু বিষয় ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট বিজ্ঞাপনের বিল বাবদ পাওনা আদায়ের পদক্ষেপ গ্রহণ, প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিউইয়র্কস্থ বাংলাদেশের কন্সাল জেনারেল এর সাথে মতবিনিময় এর ব্যাপারে বিস্তারিত আলোচনার পর আগামী ২ সপ্তাহের উক্ত মতবিনিময় বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অংশগ্রহণ করেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহম্মদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক জাকিারিয়া মাসুদ জিকো ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। বৈঠকে ঢাকা থেকে টেলিফোনে মতবিনিময় করেন ঠিকানার সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন। -প্রেস বিজ্ঞপ্তি।