নিউইয়র্কের মিডিয়া কড়চা-১৩৬
- প্রকাশের সময় : ১২:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ১৬ বার পঠিত
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ০৯ জুলাই মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘ঈশ্বর ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না : বাইডেন’, ১০ জুলাই বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘দিল্লি-বেইজিং-মস্কো দ্বৈরথে শেখ হাসিনা : চার টেরিস্কোপে বাংলাদেশ’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘বিএনপি মধ্যবর্তী নির্বাচনের দাবী গেলো কই?’, ১১ জুলাই বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘কোটাবিরোধী বিক্ষোভ ‘বাংলা বøকেডে’ অচল বাংলাদেশ’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘ওয়াশিংটনে ন্যাটে সম্মেলন বাইডেনের অগ্নিপরীক্ষা’, প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘বাইডেন কি আতœসমর্পণ করবেন?’, ১২ জুলাই শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের মানব পাচারের তথ্য’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘প্রধানমন্ত্রীর সফর : তিস্তা প্রকল্পে চীন আর নেই, ভারতের আশায় গুড়েবালি : অর্থ সংকট কাটাতে সাহায্য মিলল না’, নবযুগ-এর শিরোনাম ছিলো ‘ব্রীজ টানেলে টোল ফাঁকি দেয়ার অভিযোগ : নিউইয়র্কে ১৫৪০ গাড়ি জব্দ, গ্রেফতার ৩৩৯’, নিউইয়র্ক সময়-এর শিরোনাম ছিলো ‘নিউইয়র্ক ও নিউজার্সীতে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু : আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে’, ১৩ জুলাই শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘চীন থেকে প্রায় শূন্য হাতে ফিরলেন প্রধানমন্ত্রী’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘ট্রাম্পের ওপর হামলা, যুক্তরাষ্ট্রের নির্বাচনে নতুন মোড়’ এবং ‘সুস্থতা প্রমাণে লড়ছেন বাইডেন’। অপরদিকে ১৫ জুলাই সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ট্রাম্প’।
উল্লেখিত পত্রিকাগুলোর মধ্যে সাপ্তাহিক হককথা ‘বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁস : সর্ষের ভূত তাড়ানো জরুরি’, সাপ্তাহিক ঠিকানা ‘অর্থই সকল অনর্থের মূল’ ও ‘আবার ¯œায়ুযুদ্ধ’, সাপ্তাহিক দেশ ‘কোটা বাতিলের আন্দোলন দায়ী কে?’, সাপ্তাহিক বাংলাদেশ ‘বাইডেনকে নিয়ে ডেমোক্র্যাট শিবিরে অস্থিরতা’, সাপ্তাহিক জন্মভূমি ‘বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’, সাপ্তাহিক প্রথম আলো ‘বিদেশি বিনিয়োগ হ্রাস, ঋণমান অবনতী, চীনা ঋণ ও প্রধানমন্ত্রীর চীন সফর’, সাপ্তাহিক আজকাল ‘একজন অথর্ব, একজন অভদ্র!’, সাপ্তাহিক প্রবাস ‘বৈশ্বিক উষ্ণায়ন ও বাংলাদেশের প্রতিবেশ’, সাপ্তাহিক নবযুগ ‘বাংলাদেশের ব্যাংক খাতের সর্বনাশ’, নিউইয়র্ক সময় ‘একদিকে কোটা সংস্কারের দাবী অন্যদিকে প্রশ্নফাঁস!’, সাপ্তাহিক বাঙালী ‘ওরা বাংলাদেশের পতাকা’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা ‘আবার কোভিডের নতুন ভ্যারিয়েন্ট : সতর্কতা জরুরী’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে।
অপরদিকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন খবরাখবরের মধ্যে সাপ্তাহিক হককথা’র ‘নিউইয়র্কে আমেরিকান কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ১৭ নভেম্বর’, ঠিকানা’র ‘ফোবানায় বিভক্তি সুবিধায় আপস’, ‘২ হাজার ভোটারের হিসাব গড়াতে পারে আদালতে : বাংলাদেশ সোসাইটির নির্বাচন এলেই সক্রিয় হয়ে ওঠে চিহ্নিত গুটিবাজ চক্র’ এবং ‘জোরালো হচ্ছে সিদ্দিক-বিরোধী অবস্থান : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি নিয়ে বাহাস’, সাপ্তাহিক দেশ-এর ‘মেডিকেইড জালিয়াতিতে ডা. মোনা দোষী সাব্যস্ত’ এবং ‘প্যানেল গঠন চলছে : দল পাল্টাতে পারেন অনেকে : বাংলাদেশ সোসাইটির নির্বাচন’ সাপ্তাহিক বাংলাদেশ-এর ‘সংকটে বাংলাদেশী কমিউনিটি’, সাপ্তাহিক জন্মভূমি ‘নিশ্চিত-অনিশ্চিতের দোলায় বাইডেন’, সাপ্তাহিক প্রথম আলো’র ‘যুক্তরাষ্ট্র : এক দশকে সবচেয়ে তীব্র দাবদাহ’, সাপ্তাহিক আজকাল-এর ‘এক প্রতারক নারীর কাহিনী!’, সাপ্তাহিক নবযুগ-এর ‘গভর্ণর ক্যাথি হোকুলের উদ্যোগ : নিউইয়র্কে বৈষম্যের শিকারদের জন্য ৮ মিলিয়ন ডলার বরাদ্দ’, নিউইয়র্ক সময়-এর ‘১০ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩০০ শতাংশের বেশি’, সাপ্তাহিক বাঙালী’র ‘একটি ৫,০০০ কোটি রুপির বিয়ে!’, সাপ্তাহিক পরিচয়-এর ‘ডাইভারসিটি প্লাজা জঞ্জালমুক্ত করা হবে : ডোনাভান রিচার্ডস’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ‘বাংলাদেশ সোসাইটির নির্বাচন : সেলিম-আলী প্যানেল চুড়ান্ত, নোয়াখালীর সিদ্ধান্তহীনতায় থমকে আছে পাল্টা প্যানেল’ শীর্ষক খবরগুলো পাঠকমহলে আলোচিত হয়।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
১৫ জুলাই, ২০২৩