জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা

- প্রকাশের সময় : ০৬:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০১৫
- / ৬২৩ বার পঠিত
ঢাকা: জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটি কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। ৬ আগষ্ট বৃহস্পতিবার এক রিভিশন মামলার শুনানি শেষে বিচারপতি শরিফউদ্দিন চাকলাদারের একক বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে একটি রুলও জারি করেছে আদালত।
এর আগে ঢাকার প্রথম যুগ্ম-জেলা জজ আদালতে প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা দায়ের করেন পুরাতন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। কিন্তু ওই আদালত মামলার ওপরে কোনো আদেশ না দিয়ে তা নথিভুক্ত করে রাখে। পরে প্রথম যুগ্ম-জেলা জজ আদালতের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করা হয়।
আবেদনের পক্ষে আইনজীবী মোহাম্মদ আলী ও এডভোকেট সালেহউদ্দিন শুনানি করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেয়।
উল্লেখ্য, গত ২৮ মে দুটি রাজনৈতিক ধারার সমর্থক সাংবাদিকদের মধ্যে আকস্মিক সমঝোতায় জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। দ্বি-বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য সভাপতি পদে শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলাম চৌধুরীর নাম ঘোষণা করা হয়।(দৈনিক ইত্তেফাক)