চির বিদায়….. সন্তোষ মন্ডল ॥ ঢাকার পথে মরদেহ
- প্রকাশের সময় : ১০:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০১৬
- / ৭৫৩ বার পঠিত
নিউইয়র্ক: সদ্য প্রয়াত সাংবাদিক সন্তোষ মন্ডল (৪৭)-এর মরদেহ ঢাকার পথে। চির বিদায় সন্তোষ মন্ডল। গত ২০ জুন সোমবার বেলা একটার দিকে তিনি পরলোকগমন করেন। সোমবার সন্তোষ মন্ডলের মরদেহ হাসপাতাল থেকে গ্রহণ করার পর স্থানীয় ফিউনারেল হোমে রাখা হয়। এরপর মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় অফিসিয়াল কাগজপত্র প্রস্তুত হওয়ার পর ২২ জুন বুধবার রাত ১১টার আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ তুলে দেয়া হয়। নিউইয়র্কের সাংবাদিকদের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউএসএ’র সাবেক পরিচালক ফখরুল আলম এব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেন। খবর ইউএনএ’র।
২৪ জুন শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সন্তোষ মন্ডলের মরদেহ ঢাকায় পৌঁছার কথা। সেখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর কর্মকর্তরা তার মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবেন।
এদিকে প্রয়াত সন্তোষ মন্ডলকে শেষবারের মতো এক নজর দেখার জন্য নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক এবং তার সহকর্মীসহ ডিআরইউএ’র সাবেক কর্মকর্তারা ফিউনেরাল হোমে ভীড় জমান। এজন্য বুধবার বেলা দু’টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তার মরদেহ দেখার সুযোগ করে দেয়া হয়। এসময় সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও মিডিয়া দুটির পক্ষ থেকে সন্তোষ মন্ডলের কফিনে শেষ শ্রদ্ধা জানাতে পুষ্পস্থবক অর্পণ করেন। এছাড়া ফখরুল আলম, সময় টিভি’র যুক্তরাষ্ট্র বুরো প্রধান শিহাব উদ্দীন কিসলু, ডিআরইউএ’র সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাংবাদিক মনির হায়দার, বিএফইউজে’র সাবেক দপ্তর সম্পাদক ইমরান আনসারী, চ্যানেল আই-এর বিশেষ প্রতিনিধি সঞ্জয় টাকি, টাইম টিভি’র সোহেল হোসাইন প্রমুখ ফিউনারেল হোমে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কর্মস্থলে বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথে তাকে ব্রুকলীনস্থ কিংস কাউন্টি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ বহু আত্বীয়-স্বজন রেখে গেছেন।
দৈনিক সংবাদ-এর সাবেক ক্রাইম রিপোর্টার, ডেইলী সান-এর বিশেষ প্রতিনিধি, ওয়েব পোর্টাল রাইজিং বিডি.কম-এর সাবেক নির্বাহী সম্পাদক ও চ্যানেল আই’র সাবেক বার্তা সম্পাদক সন্তোষ মন্ডল বছর খানেক আগে যুক্তরাষ্ট্র সফরে আসেন এবং নিউইয়র্কে বসবাসের সিদ্ধান্ত নেন। তার দেশের বাড়ী যশোর।