কিয়েভে রাশিয়ার বোমা হামলা, রুশ সাংবাদিক নিহত
- প্রকাশের সময় : ০৮:৫৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ২০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : কিয়েভে রাশিয়ার বোমা হামলা, রুশ সাংবাদিক নিহত
রুশ বাহিনীর বোমার আঘাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে একজন রুশ সাংবাদিক নিহত হয়েছেন। তিনি দ্য ইনসাইডারের প্রতিবেদক হিসেবে ইউক্রেন যুদ্ধ কাভার করছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
দ্য ইনসাইডারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহত সাংবাদিকের নাম ওকসানা বাউলিনা। তিনি কিয়েভের পোডলস্কে রুশ বাহিনীর হামলার পর ধ্বংসযজ্ঞের ভিডিওর করছিলেন। একই সঙ্গে এই হামলায় আরও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বাউলিনা এর আগে রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের জন্য কাজ করেছেন এবং জেলে বন্দী থাকা বিরোধী দলীয় নেতার পক্ষে কাজ করায় তাকে রাশিয়া ছাড়তে হয়েছিল। গত বছর রুশ সরকার ফাউন্ডেশনটিকে অবৈধ ঘোষণা করে। এ জন্য অনেক কর্মী বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।
এক বিবৃতিতে দ্য ইনসাইডার জানিয়েছে, বাউলিনা দ্য ইনসাইডারের প্রতিবেদক হিসেবে ইউক্রেনে গিয়েছিলেন এবং লভিভ ও কিয়েভ থেকে দ্য ইনসাইডারের জন্য বেশ কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছিলেন। বাউলিনার মৃত্যুতে তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দ্য ইনসাইডার। প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক আলেক্সি কোভালিভ বাউলিনাকে শ্রদ্ধা জানিয়েছেন।
হককথা/এমউএ